ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোল্টের চমক

প্রকাশিত: ০৪:২৮, ২৪ জুলাই ২০১৬

বোল্টের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ সব আশঙ্কাকে উড়িয়ে দিলেন জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। সর্বকালের সবচেয়ে গতিধর এ মানব আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে অংশ নেবেন কিনা সেটা নিয়ে ছিল সংশয়। গত মাসে জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালের সেমিফাইনালে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিল পায়ের পেশি। তবু বোল্টকে রাখা হয় ৫৯ জনের প্রাথমিক ট্র্যাক এ্যান্ড ফিল্ড দলে। লন্ডন ডায়মন্ড লীগ মিটে বোল্টের শেষ সুযোগ ছিল নিজেকে প্রমাণের। সেই প্রমাণটা স্প্রিন্টের ‘রাজা’ হিসেবেই দিয়ে দিলেন। ২০০ মিটারে মাত্র ১৯.৮৯ সেকেন্ড টাইমিংয়ে জিতে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করলেন তিনি। এরপর ঘোষণা দিলেন আগামী অলিম্পিকে ডাবল স্বর্ণপদক ধরে রাখতে চান। কিন্তু আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে রাশিয়ার নিষিদ্ধ হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে এতে করে ড্রাগ প্রতারণার ভীতিটা জেঁকে বসবে। কিন্তু দূরপাল্লার ব্রিটিশ দৌড়বিদ মোহাম্মদ ফারাহ দাবি করেছেন ডোপ পাপের এমন ব্যাপকতার পর রাশিয়াকে রিও থেকে নিষিদ্ধই করা উচিত। গত নবেম্বরেই রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটরা হয়েছেন নিষিদ্ধ যা আইওসি সমর্থন করেছে এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে ৬৮ রাশিয়ান এ্যাথলেটের করা আপীলও খারিজ করে তা বহাল রেখেছে ক্রীড়া সালিশ নিষ্পত্তি আদালত (সিএএস)। আর কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলারেনের সাম্প্রতিক রিপোর্টের ভিত্তিতে এবার রাশিয়াকেই রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু সেটা বিশ্ব এ্যাথলেটিক্সের জন্য ক্ষতিকর হবে বলে মনে করেন বোল্ট। তিনি বলেন, ‘এটা অনেক মানুষকে ভীত করবে। সবাই শঙ্কা করবে যে বিশ্বক্রীড়ায় মারাত্মক সমস্যা আছে যার মধ্যে শুদ্ধি অভিযান চালানো দরকার। তবে আমি মনে করি যদি প্রমাণ থাকে এবং কাউকে এজন্য ধরা হয় সেটাই প্রমাণ করবে যে উপযুক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে।’ তবে ৫ হাজার ও ১০ হাজারে অলিম্পিক ডাবল জয়ী ব্রিটিশ দৌড়বিদ ফারাহ মনে করেন রাশিয়াকে নিষিদ্ধ করা উচিত। তিনি বলেন, ‘আমরা (ব্রিটিশ এ্যাথলেট) কঠিন নিয়মের মধ্যে থাকি। সেটা অন্য সব দেশেরই অনুসরণ করা উচিত। কেউ প্রতারণা দেখতে চায় না। আমি নির্দোষ এ্যাথলেটদের জন্য দুঃখিত। কিন্তু এত ব্যাপকতা যেখানে আছে ডোপ পাপের তাদের অলিম্পিকে দেখাটা সুখকর হবে না। নির্দিষ্ট একটি দেশের জন্য আলাদা নিয়ম হতে পারে না।’ বোল্ট নিজেও রিও অলিম্পিকে অংশ নেবেন কিনা সেটা নিয়ে ছিল সংশয়। জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ইনজুরিতে পড়ার পর তিনি নাম প্রত্যাহার করে নিয়েছিলেন মাঝপথে। একমাস পেরিয়ে গেছে ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে দূরে ছিলেন। এরপরও ৫৯ জনের জ্যামাইকার প্রাথমিক অলিম্পিক দলে রাখা হয়েছিল গত দুই অলিম্পিকে ১০০, ২০০ ও ৪ী১০০ মিটার রিলেতে স্বর্ণজয়ী এ স্প্রিন্টারকে। শুক্রবার লন্ডন ডায়মন্ড লীগ মিটে সবার দৃষ্টি ছিল তার দিকে। কারণ ফিটনেস ঠিক আছে এবং অলিম্পিকে অংশ নেয়ার উপযুক্ত সেটা প্রমাণ করার ছিল বোল্টের। ২০০ মিটারে জিতেই সেই উপযুক্ততা ও সামর্থ্য প্রমাণ করেছেন তিনি। ৪০ হাজার দর্শক ছিল লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে, যেখানে ২০১২ অলিম্পিকে ট্রিপল জিতেছিলেন তিনি। এবার ১৯.৮৯ সেকেন্ড টাইমিং করে পেছনে রেখেছেন পানামার এ্যালোনসো এডওয়ার্ড (২০.০৪) ও ব্রিটেনের এডাম জেমিকে (২০.০৭)। জয়ের পর বোল্ট বলেন, ‘আমি এখনও পুরোপুরি সঠিক অবস্থায় ফিরিনি। আমার আরও কিছু কাজ করতে হবে, অনেক কিছুই ঠিকঠাক নেই। তবে আমি ভাল বোধ করছি। অন্তত এখানে আমি আসতে পেরেছি এবং জিতেও গেছি কোন ইনজুরি ছাড়াই। আমি অলিম্পিক খেতাব ধরে রাখার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’
×