ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা শহরে প্রধান দুই সড়ক বেহাল

প্রকাশিত: ০৩:৫৯, ২৪ জুলাই ২০১৬

নেত্রকোনা শহরে প্রধান দুই সড়ক বেহাল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জুলাই ॥ মাত্র তিন কিলোমিটার দুটি সড়ক সংস্কারের অভাবে নেত্রকোনা শহরে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রীতিমতো খালে পরিণত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এ সড়ক দুটি। অথচ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এ ব্যাপারে নির্বিকার। জানা গেছে, নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে রাজুরবাজার বাসস্ট্যান্ড এবং মোক্তারপাড়া সেতু থেকে বনোয়াপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত ওই সড়ক দুটিই শহরের প্রধান সড়ক। জেলা সদরের প্রায় সব অফিস, আদালত, চিকিৎসাকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং হাট-বাজার ওই দুটি সড়কের পাশে অবস্থিত। এছাড়া জেলা সদরের বাইরের বিভিন্ন উপজেলা থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী বাস-ট্রাকও এ দুটি সড়কের ওপর দিয়ে যাতায়াত করে। চলতি বর্ষায় সড়ক দুটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব খানাখন্দে পানি জমছে। আর এসব কাঁদাপানি ছিটকে পড়ছে পথচারীদের ওপর ও আশপাশের দোকানপাটে। বিশেষ করে শহরের ছোটবাজার, তেরিবাজার, বারহাট্টা রোড ও কুড়পার এলাকার অবস্থা শোচনীয়। এসব এলাকায় হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাঝে মাঝে কিছু ইটের খোয়া দিয়ে বড় বড় গর্তগুলো ঢেকে দিচ্ছে। কিন্তু ক’দিন পরই আবার খোয়া ওঠে গিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। সওজ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানিয়েছেন, প্রতিদিন বৃষ্টি হওয়ায় সড়কটিতে পিচ-বিটুমিনের প্রলেপ দেয়া যাচ্ছে না। তাই আপাতত আমরা ইটের খোয়া দিয়ে সচল রাখার চেষ্ট করছি।
×