ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজাদপুর-পাবনা সড়কের ২৯ বাঁক মৃত্যুফাঁদ!

প্রকাশিত: ০৩:৫৮, ২৪ জুলাই ২০১৬

শাহজাদপুর-পাবনা সড়কের ২৯ বাঁক মৃত্যুফাঁদ!

সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৩ জুলাই ॥ শাহজাদপুর-পাবনা মহাসড়কের ২৯ বাঁক যেন মৃত্যুফাঁদ। এসব বাঁকে প্রতিনিয়তই ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। ফলে প্রাণহানি ঘটার সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এসব বাঁকে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনেকেই পঙ্গুত্ব বরণ করে মানবেতর দিনাতিপাত করছে। এবারের ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে যাতায়াত করতে নিয়ে বিভিন্ন স্থানে ১৩ দিনে ১২১ দুর্ঘটনায় ১৮৬ যাত্রীর করুণ মৃত্যু ঘটেছে। আহত হয়েছে কমপক্ষে ৭৪৬ যাত্রী। এক সমীক্ষায় দেখা গেছে, ওই ১৩ দিনের সড়ক দুর্ঘটনার মধ্যে শতকরা ৪৬ ভাগ মোটরসাইকেল,৩২ ভাগ বাস,১৮ভাগ নছিমন-করিমন ও ভটভটি ও ৪ ভাগ অন্যান্য যানবাহন রয়েছে। দ্রুতগামী ঢাকা কোচ, ফিটনেসবিহীন কাটা মাইক্রো,অবৈধ নসিমন-করিমন যাত্রীদের যানমালের তোয়াক্কা না করে এসব বাঁক উপেক্ষা করে দ্রুতগতিতে যানবাহন চালিয়ে যাওয়ায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ওই মহাসড়কের এসব ঝুঁকিপূর্ণ মৃত্যুফাঁদ নামের বাঁকের অধিকাংশ স্থানেই যানবাহন চালনার গতিবিধির বাধ্যবাধকতা ও দিক নির্দেশনামূলক সাংকেতিক চিহ্ন না থাকায় বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার হার, ঘটে চলেছে প্রাণহানি। এছাড়া ওই মহাসড়কের অধিকাংশ বাসস্ট্যান্ড অবৈধ নসিমন-করিমন ও সিএনজি টেম্পোর দখলে থাকায় এবং মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডের বাজার এলাকায় মহাসড়ক দখল করে মাছ,গরু,পেঁয়াজ,পাট ও বিভিন্ন পণ্যের হাট লাগানোয় সৃষ্ট তীব্র যানজটের কারণে একদিকে যেমন যাত্রী ভোগান্তি বেড়ে চলছে অন্যদিকে এসব এলাকায় দ্রুতগামী যানবাহন অনেক সময় নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকায় অবৈধ শত শত নসিমন-করিমন এ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। ফলে এসব বাঁকে প্রতিদিন হাজার হাজার যাত্রীর যান ও মালের ঝুঁকি নিয়ে অসহায় ও শঙ্কিত অবস্থায় নিয়মিত যাতায়াত করতে হচ্ছে।
×