ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে সংখ্যালঘুর জায়গা দখল করে মার্কেট নির্মাণ

প্রকাশিত: ০৩:৫৭, ২৪ জুলাই ২০১৬

বাউফলে সংখ্যালঘুর জায়গা দখল করে  মার্কেট নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৩ জুলাই ॥ বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজারের প্রাণকেন্দ্রে এক সংখ্যালঘুর জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে এক বিএনপি নেতা। শুক্রবার রাতের আঁধারে ওই বিএনপি নেতা ৫০-৬০ শ্রমিক নিয়ে মার্কেটের নির্মাণ কাজ করেন। বিষয়টি বাউফল থানা পুলিশকে অবহিত করা হলেও তারা কোন পদক্ষেপ নেননি। জানা গেছে, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক সিকদার গত ১৭ জুন মাধবপুর বাজারের সুভাষ ন্যায়পতির ১৪ শতাংশ জায়গা জোর করে দখল করে সেখানে মার্কেট নির্মাণ করতে গেলে সুভাষ ন্যায়পতিসহ তার পরিবারের লোকজন বাধা দেন। ওই ঘটনার পর ফারুক সিকদার সাময়িক নির্মাণ কাজ বন্ধ রাখেন। ওই সময় সুভাষ ন্যায়পতি বাউফল থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। অভিযোগ রয়েছে, এর একমাস পর ফারুক সিকদার স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েক নেতা পুলিশ ম্যানেজ করে শুক্রবার রাত ৮টার দিকে ৫০-৬০ শ্রমিক নিয়ে ওই জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেন। এ সময় ওই সংখ্যালঘু পরিবারের লোকজন বাধা দিলে তাদের দেশত্যাগের হুমকি দেয়া হয়।
×