ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় তিন ছাত্রসহ চার

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ জুলাই ২০১৬

সাতক্ষীরায় তিন ছাত্রসহ চার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরার তিন ছাত্রসহ চার যুবক বাড়ি থেকে নিখোঁজ রয়েছে। এদের মধ্যে তিনজনের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৩৮ বছর। নিখোঁজদের মধ্যে একজন কলেজ, একজন স্কুল, একজন মাদ্রাসাছাত্র ও অপরজন জীবন বীমার কর্মকর্তা। পুলিশ জানায়, নিখোঁজদের মধ্যে শ্যামনগর উপজেলায় দুজন ও কলারোয়া উপজেলায় দুজন রয়েছে। তাদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে নিজ নিজ থানায় জিডিও করেছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, উপজেলার পরানপুর গ্রামের হাবিব হোসেন সুজন (১৬) বেশ কিছুদিন থেকে নিখোঁজ রয়েছে। তার বাবা জলিল গাজী জানান, সুজন পরানপুরের এ রউফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। একই দিনে একই সময়ে তার ভাতিজা শাকিল হোসেন দোলন (১৭) বাড়ি থেকে নিখোঁজ হয়। শাকিল পরানপুর গ্রামের দাউদ গাজির ছেলে। এবার এসএসসি পাস করে শাকিল শ্যামনগর সরকারী মহসিন কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। শাকিল থাকত শ্যামনগরের বাধঘাটা গ্রামে। আবদুল জলিল জানান, তারা দুই ভাই একদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাদের আর কোন খোঁজ মেলেনি। আবদুল জলিল গত ১২ জুলাই এ ব্যাপারে শ্যামনগর থানায় দ্জুনের নিখোঁজ হবার বিষয়ে একটি জিডিও করেছেন। এদিকে, কলারোয়া উপজেলার নিখোঁজ দুজনের মধ্যে একজনের নাম মওলানা জাকির হোসেন (৩৮)। তিনি গদখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। জাকিরের মা নাসরিন খাতুন জানান, তার ছেলে কলারোয়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করত। এখান থেকে মাস ছয়েক আগে কক্সবাজার যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যায় সে। আজও তার কোন সন্ধান মেলেনি। এ বিষয়ে নাসরিন খাতুন কলারোয়া থানায় একটি জিডি করেছেন। নিখোঁজ অপর মাদ্রাসাছাত্রের নাম আব্দুল কাদের (১৬)। সে উপজেলার মুরারীকাটি গ্রামের আজগর আলীর ছেলে। নিখোঁজ আব্দুল কাদের মুরারীকাটি মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্র। তার মা মাছুরা খাতুন জানান, তার ছেলে দীর্ঘ ৫/৬ মাস নিখোঁজ থাকার পর সম্প্রতি তিনি তার ছেলের সন্ধানের দাবিতে কলারোয়া থানায় একটি জিডি করেছেন।
×