ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

প্রকাশিত: ০৩:৪৭, ২৪ জুলাই ২০১৬

বাংলা প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৪০. জমিদারের দারোয়ান ছিল - ক) হিন্দুস্থানি খ) বাঙালি গ) পাকিস্তানি ঘ) পাঞ্জাবি ৪১. পনের বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য প্রকাশিত হয়? ক) মানসী খ) বনফুল গ) গীতাঞ্জলি ঘ) চিত্রা ৪২. প্রাচীন ও মধ্যযুগে যে কারণে উপন্যাস রচিত হয়নি - র. তখন গদ্যভাষা প্রচলিত ছিল না রর. তখন কাহিনীধর্মী রচনা রচিত হতো না ররর. সকল সাহিত্যই তখন পদ্যভাষায় লেখা হত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. নাটকের প্রধান লক্ষ্য কোনটি? ক) রাজনীতি খ) দর্শকসমাজ গ) অর্থনীতি ঘ) ব্যক্তিবিশেষ ৪৪. মৃত্যুপথযাত্রী কাঙালীর মা স্বামীর পায়ের ধুলোর জন্য তার অবশ বাহুখানি কোথায় বাড়িয়ে হাত পাতল? ক) শয্যার মধ্যে খ) শয্যার বাইরে গ) রসিক দুলের সামনে ঘ) কাঙালীর কোলে ৪৫. কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহ্বান করেছেন? ক) নেতৃত্বদানকারীদের খ) উপেক্ষিত ভাইদের গ) প্রতারকদের ঘ) যারা হাতে অস্ত্র নিয়ে আছে তাদের ৪৬. ‘তদ্ভব’ শব্দের অর্থ হলো - ক) শতম থেকে জন্ম নেয়া খ) সংস্কৃত থেকে জন্ম নেয়া গ) প্রাকৃত থেকে জন্ম নেয়া ঘ) অপভ্রংশ থেকে জন্ম নেয়া ৪৭. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে শিক্ষার কয়টি দিকের কথা উল্লেখ আছে? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৪৮. রসিক দুলে স্ত্রীকে পায়ের ধুলে দিতে গিয়ে কেঁদে ফেলল কেন? ক) নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ হওয়ায় খ) স্ত্রীর প্রতি অবহেলার কথা স্মরণ হওয়ায় গ) কাঙালীর ভবিষ্যৎ দুঃখ-কষ্টের কথা ভেবে ঘ) স্ত্রী হারানোর মর্ম বেদনায় * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: গরিব মেধাবী ছাত্র জাহেদ। তার পিতা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়। জাহেদের শিক্ষার খরচ দেওয়ার মতো অবস্থা তার পিতার নেই। সে শহরে এক বাসায় গৃহশিক্ষক হিসেবে থেকে লেখাপড়া করে। স্কুল থেকেই জাহেদ ভালো কবিতা ও গল্প লিখত কিন্তু এখন আর তার লেখার সময় হয় না। একদিকে লেখাপড়া অন্যদিকে বাড়ির ছেলেদের পড়ানো তাতেই তার সময় চলে যায়। জাহেদ ভাবে তার যদি আজ অন্নবস্ত্রের চিন্তা না থাকত তাহলে সে অনুভূতি আর কল্পনার রস আস্বাদন করতে পারত। ৪৯. মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম কোন জেলায়? ক) কবিতা লেখার হাত খ) মূল্যবোধ গ) অর্থচিন্তা ঘ) ভবিষ্যৎ সম্ভাবনা- ৫০. ‘উপকথা’ সমাসবদ্ধ শব্দটির ব্যাসবাক্য হচ্ছে - র. কথার মালা রর. কথার ডালি ররর. কথার সমীপে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (ক) ৮. (গ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ক) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (গ)
×