ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদী সপ্তকসঙ্গীত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ জুলাই ২০১৬

ঈশ্বরদী সপ্তকসঙ্গীত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সপ্তকসঙ্গীত বিদ্যালয়ের দুজন উপদেষ্টার বিদায় ও বরণ উপলক্ষে প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে শুক্রবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে টেলি কন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ভূমিমন্ত্রীর সহধর্মিণী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার শরীফ। বিশেষ অতিথি হিসেবে টেলি কন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম ও পাবনা জেলা পুলিশ সুপার আলমগীর কবীর পরাগ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, পুলিশ পরিদর্শক রমজান আলী, বিজ্ঞানী সমিতির মহাসচিব হাসিবুর রহমান, পিডিবির সুপারিনট্যান্ডেন্ট প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ব্যাংকার আনিসুর রহমান, বিএসআরআইএর নির্বাহী প্রকৌশলী আসাদুল হক, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, সাংবাদিক মাহবুবুল হক। সপ্তকসঙ্গীত বিদ্যালয়ের উপদেষ্টা ঈশ্বরদী থানার বিদায়ী ওসি বিমান কুমার দাস ও সপ্তকসঙ্গীত বিদ্যালয়ের উপদেষ্টা সদ্য যোগদানকারী ওসি আবদুল হাই তালুকদারও বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন লেখক বেবী আহসান, সাংবাদিক অশোক রায় বাপ্পি, শাহিনুর রহমান বাধন, রেজাউল করিম ফেরদৌস, পায়েল হোসেন রিন্টু, সুলতান মাহমুদ,বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন লাবু, শিক্ষক হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম ও স্বপন আলী। পরে কবিতা আবৃত্তির আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×