ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থিয়েটার আমার নেশা ॥ তুষার রায়

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ জুলাই ২০১৬

থিয়েটার আমার নেশা ॥ তুষার রায়

অভিনেতা তুষার রায়। অভিনয়ের পাশাপাশি নাট্য সংগঠন নাট্যপুরানের কর্ণধার হয়ে নতুন নতুন প্রযোজনায় দেশের থিয়েটার অঙ্গনকে আলোকিত করে চলেছেন। রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়ণ হবে তার দলের দ্বিতীয় প্রযোজনা নাটক ‘অমাবস্যা’। নাটক এবং দলীয় কার্যক্রম নিয়ে কথা হয় তার সঙ্গে। ‘অমাবস্যা’ নাটকটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে? তুষার রায় : ‘অমাবস্যা’ নাটকটি রূপক ও সাংকেতিকতা নির্ভর। মানব মনের সকল অন্ধকারের বিপরীতে আলোক প্রজ্বলনের আহ্বানের নাটক ‘অমাবস্যা’। একঝাঁক তারুণ্যনির্ভর অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীর কষ্টশ্রমের তাল-লয়-সুরের কাব্যময়তার প্রকাশই এ নাটক। যার মূল দর্শন প্রেমের স্বরূপে চেনা যায় স্রষ্টাকে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। নাটকটির ২০তম প্রদর্শনী হবে এদিন সন্ধ্যায়। প্রবীর দত্তের নাটকের বিশেষত্ব কি? তুষার রায় : অধিকাংশ তরুণ নাট্যকর্মীদের নিয়েই আমাদের নাট্যদলটি। প্রতিষ্ঠার পর পথনাটক ‘স্বর্ণলতা’ দিয়ে আমাদের যাত্রা শুরু। সে যাত্রা পথে এখন আমাদের অর্জনের তালিকায় দুটি পথনাটক এবং একটি মঞ্চনাটক। আমাদের সবগুলো নাটক অভিনেতা-নাট্যকার-নির্দেশক প্রবীর দত্তের হাতে তৈরি। প্রবীর দত্তের নাটকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট থাকে। মিউজিক্যাল প্রডাকশনে মহড়া কক্ষের ব্যবস্থা কেমন? তুষার রায় : শুধু মিউজিক্যাল প্রডাকশন বলে কথা নয়, যে কোন প্রযোজনায় মহড়ার প্রয়োজন অনস্বীকার্য। সে কথা বিবেচনা করেই আমরা সারা বছরের জন্যেই মহড়াকক্ষ আমাদের মতো করে ব্যবস্থা করেছি। সপ্তাহে দু’তিন দিন নিয়মিত মহড়া চললেও নির্ধারিত শোয়ের আগে প্রতিদিনই টানা মহড়া চলে। এ নাটকে আপনার চরিত্র কেমন? তুষার রায় : আমার স্বল্প নাট্য জীবনের একটা বড় সময় কেটেছে ফরিদপুর থিয়েটারের সঙ্গে যুক্ত থেকে। পরবর্তীতে ঢাকায় এসে দল গঠন যেমন আমার অতীত অভিনয় জীবনের তাড়না, ঠিক তেমনি নাটকে চরিত্রের রূপায়ন নির্দেশকের দিক নির্দেশনা। আমি এই নাটকে এক হতভাগ্য পিতা, যে তার কন্যাকে প্রাণাধিক ভালবাসে অথচ লোকাচারের কারণে কন্যার চাওয়াকে নিরুৎসাহিত করে। আপনার পেশা ও থিয়েটার এ দুয়ের সমন্বয় করেন কিভাবে? তুষার রায় : ব্যবসাকে পেশা হিসেবে নিলেও থিয়েটার আমার নেশা। অন্তরের ভালবাসা থেকেই জীবনের সঙ্গে গেঁথে নিয়েছি থিয়েটারকে। আসলে কমিটমেন্ট এবং ভালবাসা থাকলে যে কোন বিষয়কে সমন্বয় করা যায়। দলের প্রযোজনায় আগামীতে কি নাটক আসছে? তুষার রায় : খুব শীঘ্রই নাট্যপুরানের প্রযোজনায় মঞ্চে আসছে ব্যাপক আড়ম্বর ও গভীর বিষয় আশ্রিত নাটক ‘ব্ল্যাক ম্যাজিক’। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন প্রবীর দত্ত। ইতোমধ্যে নাটকটির প্রাক প্রস্তুতি অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। -গৌতম পাণ্ডে
×