ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৩:৪৫, ২৪ জুলাই ২০১৬

বরিশালে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও জেলার গৌরনদী সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মানিক লাল সাহার ৭৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে এ আয়োজন কনা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জন্মবার্ষিকীর কেক কাটেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মানিক লাল সাহার সহধর্মীনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অরুনা সাহা, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন শিশু একাডেমির পরিচালক বাবুল সোম, কবি ও সাহিত্যিক অধ্যাপক জিনাত জাহান খান, মানিক লাল সাহার পুত্র অধ্যাপক রাজা রাম সাহা, প্রতিযোগীতার বিচারক জহিরুল হক স্বপন, ডলি রানী বণিক প্রমূখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর নাট্যকার মনোয়ার হোসেনের পরিচালনায় নাটক ‘সুভাষিনী’ মঞ্চস্থ করা হয়।
×