ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবুলে অপহৃত ভারতীয় দাতব্যকর্মী জুডিথ দেড় মাস পর উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৩, ২৪ জুলাই ২০১৬

কাবুলে অপহৃত ভারতীয় দাতব্যকর্মী জুডিথ দেড় মাস পর উদ্ধার

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে অপহৃত হওয়া ভারতের একটি দাতব্য প্রতিষ্ঠানের এক কর্মী জুডিথ ডি’সুজাকে (৪০) উদ্ধার করা হয়েছে। গত ৯ জুন অপহৃত হন তিনি। প্রায় দেড় মাস পর তাকে উদ্ধার করার সংবাদটি টুইট করে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীমন্ত্রী সুষমা স্বরাজ। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিদেশী নাগরিকদের অপহরণের ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। খবর এএফপি ও এনডিটিভির। জুডিথ নামকরা বেসরকারী সংস্থা (এনজিও) আগা খান ফাউন্ডেশনের কর্মী ছিলেন। এনজিওটি অনেক দিন ধরে আফগানিস্তানে কাজ করছে। সুষমা শনিবার এক টুইটবার্তায় বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, জুডিথ ডি’সুজাকে উদ্ধার করা হয়েছে। কাবুলে ভারতীয় দূতাবাসে সুরক্ষিত রয়েছেন তিনি। জুডিথ সুস্থ ও ভাল আছেন। আমি জুডিথের সঙ্গে কথা বলেছি। কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ফ্রাদুন ওবাইদি বলেন, শুক্রবার এক অভিযান চালিয়ে জুডিথকে উদ্ধার করা হয়। এর বেশি তিনি আর কিছু বলেননি। তবে কারা তাকে অপহরণ করেছিল সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছু জানাননি। জুডিথের পরিবারের সদস্য জেরোমি ডি’সুজা শনিবার এক টুইটাবার্তায় বলেন, জুডিথকে উদ্ধার করায় আমরা ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ। পুলিশ জানায়, এক বন্ধুর বাড়ি যাওয়ার সময় অপহৃত হন তিনি। তখন জুডিথের সঙ্গে ছিলেন তার গাড়িচালক ও নিরাপত্তাকর্মী। তবে মাথায় বন্দুক ঠেকিয়ে জুডিথকে অন্য গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলেও গাড়ির চালক ও নিরাপত্তাকর্মীকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে অপহরণের ধরন দেখে পুলিশের সন্দেহ হওয়ায় চালক ও নিরাপত্তাকর্মী দু’জনকেই নিজেদের হেফাজতে রাখে তারা। এ দু’জনের কাছ থেকে বিশেষ কোন তথ্য পাওয়া গেলেও তদন্তে পুলিশ বুঝতে পারে মুক্তিপণের জন্য জুডিথকে অপহরণ করা হয়েছে। এর সঙ্গে তালেবানের সংশ্লিষ্টতা নেই।
×