ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্টের বিশেষ নিরাপত্তা বাহিনীর শ’তিনেক আটক

তুরস্কে ব্যাপক ধরপাকড় কেবল ‘হিমশৈলের চূড়া’

প্রকাশিত: ০৩:৪২, ২৪ জুলাই ২০১৬

তুরস্কে ব্যাপক ধরপাকড় কেবল ‘হিমশৈলের চূড়া’

তুরস্কে গত সপ্তাহে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সরকারের বিভিন্ন বিভাগে শুদ্ধি অভিযান বা ধরপাকড় অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের গার্ড বাহিনীর ৩শ’ সদস্য আটক করা হয়েছে। এদিকে ওই অভ্যুত্থানের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকার খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসি ও এএফপির। তুরস্কে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ হওয়ায় এরদোগানের সমর্থকদের আনন্দ উৎসব থেমে নেই। তবে মাত্রাছাড়া ধরপাকড় অভিযান চালিয়ে দেশটির শক্তিমান নেতা এরদোগান আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সর্বশেষ প্রেসিডেন্টে নিরাপত্তা বাহিনীর ২৮৩ জনকে আটক করা হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা অন্তত আড়াই হাজার বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। এদিকে গ্রেফতার গা ঢাকা দিয়ে থাকা ১০ হাজার ৮৫৬ ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের বেশিরভাগই সরকারী কর্মকর্তা। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর আরও যেসব উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে তা হলো পুলিশের সদর দফতর সামরিক বাহিনী থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হবে। দেশটির প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা এ কথা বলেছেন। তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনকারী বাহিনী জান্ডারমার নামে পরিচিত। এই বাহিনী এতদিন পর্যন্ত সেনাবাহিনীর অধীনে ছিল। এদিকে তুরস্কে ব্যাপকমাত্রায় ধরপাকড়কে ‘হিমশৈলের চুড়া’ বলে অভিহিত করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী নুরেত্তিন কানিকলি। তিনি ধারণা করছেন আরও বহুলোককে আটক বা বরখাস্ত করা হতে পারেন। ইতোমধ্যেই প্রায় ৬০ হাজার ব্যক্তি আটক বা বরখাস্ত হয়েছেন। তুরস্কে বৃহস্পতিবার জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। এরদোগান এদিন তার বাসভবনে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) হাকান ফিদানের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন। গোয়েন্দা তথ্যের ঘাটতির কারণে অভ্যুত্থান চেষ্টা হয়ে থাকতে পারে বলে ফিদান এখন সরকারের পক্ষ থেকে চাপের মুখে রয়েছেন। বুধবার এরদোগান নিজেই এ কথা স্বীকার করেন যে গোয়েন্দা তথ্যের ঘাটতির কারণে অভ্যুত্থান চেষ্টা হয়ে থাকতে পারে। ওবামা শুক্রবার অভ্যুত্থানের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকার খবর দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। অভ্যুত্থান পরিকল্পনাকারী হিসেবে তুরস্ক পেনসিলভেনিয়ায় বসবাসরত তুর্কী ধর্মীয় নেতা ফেতহুল্লাহ গুলেনকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। এ বিষয়ে ওবামা বলেছেন, তুরস্ক এ বিষয়ে উপযুক্ত প্রমাণ দিলে তাকে ফেরত পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করে দেখতে পারে। পশ্চিমা দেশগুলোর অন্যতম মিত্র এবং ন্যাটো সদস্য তুরস্কের বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র।
×