ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৪০, ২৪ জুলাই ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের ওঠানামা থাকলেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় ৬৮০ কোটি ৩২ লাখ ৯৫ হাজার ৭৭৯ টাকার বা ৩৯ দশমিক ৭০ শতাংশ লেনদেন বেড়েছে। যদিও গত সপ্তাহে আগের চেয়ে একদিন লেনদেন বেশি হয়েছে। ঈদের দীর্ঘ ছুটির কারণে এবার প্রথমবারের মতো শনিবারেও বাজারে লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ দিন। এ সময়ে দৈনিক গড়ে ৩৯৮ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৩৪২ কোটি ৪২ লাখ টাকা। এরপরেও গত সপ্তাহে আগের চেয়ে বেশি লেনদেন হয়েছে। আলোচিত সময়ে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৬ দশমিক ৪২ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৩৯৩ কোটি ৯৩ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭১৩ কোটি ৬০ লাখ টাকার। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৩৫ শতাংশ বা ১৫ দশমিক ৮৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৩ শতাংশ বা দশমিক ৫৮ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ২২ শতাংশ বা ২ দশমিক ৪৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির। আর দর কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউসিং, শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা বিডি, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও গ্রামীণফোন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ রেনউইক যজ্ঞেশ্বর, নর্দান জুটস, বিএফআইসি, ইস্টার্ন ক্যাবলস, বিএসআরএম স্টিল লিসিটেড, ওয়াটা কেমিক্যাল, এ্যাপেক্স ট্যানারি, ন্যাশনাল টিউবস, এমবি ফার্মা ও আনালিমা ইয়ার্ন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, সিএমইল লেকচার ফান্ড, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, ওয়েস্টার্ন মেরিন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং, এবি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, এমারেল্ড ওয়েল ও ড্রাগন সোয়েটার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২৬ কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার। প্রধান সূচক বেড়েছে দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির। আর দর কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
×