ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৬ মাসে জনশক্তি রফতানি বেড়েছে ৫২ শতাংশ

প্রকাশিত: ০৩:৩৯, ২৪ জুলাই ২০১৬

৬ মাসে জনশক্তি রফতানি বেড়েছে ৫২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬ সালের জানুয়ারি-জুন মেয়াদে (প্রথমার্ধে) বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির হার বেড়েছে। এই সময়ে কাজের ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গেছে ৩ লাখ ৭২ হাজার ৮৯৫ জন বাংলাদেশী; যা গত বছরের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ বেশি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ষাণ¥াসিক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। বিএমইটির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি-জুন মেয়াদে ৩ লাখ ৭২ হাজার ৮৯৫ জন বাংলাদেশী বিশ্বের অন্যান্য দেশে কাজের ভিসা পেয়েছে। ২০১৫ সালের প্রথমার্ধের তুলনায় ২০১৬ সালের প্রথমার্ধে ১ লাখ ২৮ হাজার ৬৫৬ জন বেশি বাংলাদেশী কাজের ভিসা নিয়ে বিদেশ গেছে। অর্থাৎ এই সময়ে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি প্রায় ৫২ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে ১ লাখ ৩ হাজার ৭১৮ জন নারী গৃহকর্মীসহ মোট ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন বাংলাদেশী বিভিন্ন দেশ কাজের ভিসা পেয়েছিলেন। এর মধ্যে গত বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি-জুন মেয়াদে ২ লাখ ৪৪ হাজার ২৩৯ জন বাংলাদেশী কাজের ভিসা নিয়ে বিশ্বের অন্যান্য দেশে গিয়েছিলেন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে উল্লেখযোগ্য হারে বাংলাদেশী কর্মী ওমান, কাতার এবং সৌদি আরবে কাজের ভিসা পেয়েছে। শুধু ওমানে কাজের ভিসা পেয়েছেন ১ লাখ ২ হাজার ৩২০ জন বাংলাদেশী। এছাড়া ৬৭ হাজার ৭০৫ জন কর্মী কাতারে এবং ৫৭ হাজার ২৭৯ জন বাংলাদেশী কর্মী সৌদি আরবে কাজের ভিসা পেয়েছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানিয়েছে, ২০১৬ সালের জানুয়ারি-জুন মেয়াদে ৭০ হাজার ৪৯২ জন মহিলা বিভিন্ন কাজের ভিসা নিয়ে বিদেশে গেছেন। এদের মধ্যে ৪০ হাজারের বেশি নারী গৃহকর্মী সৌদি আরবে গেছেন। এছাড়া অন্যান্য দেশের মধ্যে জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং সিঙ্গাপুরে নিয়োগ প্রক্রিয়া আগের মতো স্বাভাবিক রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, জনশক্তি রফতানির এই উর্ধমুখী প্রবণতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করছি। চলতি বছর ৭ লাখের বেশি বাংলাদেশী কর্মী বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মালয়েশিয়া আমাদের জনশক্তি নিয়োগ প্রক্রিয়া শুরু করলে এর চেয়ে অনেক বেশি বাংলাদেশী এ বছর বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামসুন নাহার বলেন, বিদেশে তরুণদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন গন্তব্য সন্ধানের পরিকল্পনা করা হয়েছে।
×