ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌসুমের শুরুতে দেখা নেই ইলিশের

প্রকাশিত: ০৩:৩৮, ২৪ জুলাই ২০১৬

মৌসুমের শুরুতে দেখা নেই  ইলিশের

অর্থনৈতিক রিপোর্টার ॥ মৌসুম শুরু হলেও পাইকারি বাজারে পর্যাপ্ত ইলিশের দেখা নেই। এতে অনেকটাই চড়া ইলিশের বাজার। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে নদীতে জাল ফেলতে না পারায় বাজারে মাছের সরবরাহ কম। এছাড়া চলতি মৌসুমে আহরণ কম হওয়ার আশঙ্কা তাদের। ইলিশের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রফতানি আয়ের জন্য নদীতে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে সরকার। আর চলতি মৌসুমে ইলিশের উৎপাদন বেশি হবে, দামও থাকবে সহনীয় পর্যায়ে, এমন প্রত্যাশা থাকলেও বাজারের অবস্থা অনেকটাই ভিন্ন। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের সময়-অসময়ে বিভিন্ন অভিযানে মাছের প্রাপ্যতা কমছে। বাজারে ইলিশের আমদানি কম থাকায় এক কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ৮ হাজার টাকা।
×