ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ বছরে বিশ্বব্যাপী অনলাইন জুয়েলারি বাজার দাঁড়াবে ১৮ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৩:৩৭, ২৪ জুলাই ২০১৬

৩ বছরে বিশ্বব্যাপী অনলাইন জুয়েলারি বাজার দাঁড়াবে ১৮ বিলিয়ন ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইনের প্রচার ও প্রসার যত বাড়ছে, ততই বাড়ছে এ খাতে ব্যবসার সুযোগ। মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে গাড়ি-বাড়ি, সাজ-সজ্জা সব ধরনের পণ্যই বর্তমানে ই-কমার্সের মাধ্যমে বেচাকেনা হচ্ছে। ইদানিংকালে বিশ্বব্যাপী ই-কমার্সের জনপ্রিয় একটি পণ্য হলো জুয়েলারি পণ্য। বর্তমানে বিশ্বব্যাপী অনলাইন জুয়েলারি মার্কেটের আকার ১০ বিলিয়ন ডলারের সমপরিমাণ। আশা করা হচ্ছে আগামী ৩ বছরের মধ্যে এই পণ্যের বাজারের আকার বেড়ে ১৮ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ডিকেন ক্রোনিক্যালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী ৩ বছরের মধ্যে প্রত্যাশিত ১৮ বিলিয়ন ডলারে এই অনলাইন জুয়েলারি মার্কেটের ২০ শতাংশই নিয়ন্ত্রণ থাকবে ভারতীয় বিভিন্ন ই-কমার্স কোম্পানির হাতে। কারণ বর্তমানে মোট ই-কমার্সের প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে দেশটির ব্যবসায়ীদের হাতে।
×