ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত অনুমোদন পেল সীমান্ত ব্যাংক

প্রকাশিত: ০৩:৩৬, ২৪ জুলাই ২০১৬

চূড়ান্ত অনুমোদন পেল সীমান্ত ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বহু দিনের পরীক্ষিত সীমান্ত ব্যাংককে চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ব্যাংকটি। এর মাধ্যমে দেশে তফসিলী ব্যাংকের সংখ্যা হলো ৫৭টি। ‘সীমাহীন আস্থা’ সেøাগান নিয়ে আগামী মাসেই আনুষ্ঠানিক কার্যক্রমে আসতে প্রক্রিয়া শুরু করেছে ব্যাংকটি। ২০১৫ সালের ১৭ জুন সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। গত ২৩ জুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের পর্ষদের কাছে ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরে। প্রথম বছরে চারটি শাখাসহ ৫ বছরে ৪৪টি শাখা খুলতে চায় ব্যাংকটি। এরইমধ্যে রাজধানীর সীমান্ত স্কয়ারে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। ব্যাংকটির পরিচালক আটজন। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ব্যাংকটির চেয়ারম্যান। এরইমধ্যে জুন মাস থেকে তিনি দায়িত্ব পালনও শুরু করেছেন। ট্রাস্ট ব্যাংকের আদলে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে বাণিজ্যিকভাবে পরিচালিত হবে ব্যাংকটি। এরপর ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিজিবির মহাপরিচালকের কাছে ব্যাংকের লেটার অব ইনট্যান্ট হস্তান্তর করেন তৎকালীন গবর্নর। ওইদিনই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্যাংকটির লোগো চূড়ান্ত করা হয়। সীমান্ত ব্যাংক সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, “রাইফেল কল্যাণ সংস্থার মালিকানাধীন ‘সীমান্ত ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর আগে ব্যাংকটির নাম অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।” গত বছরের শেষ দিকে ব্যাংকটির নীতিগত অনুমোদন দেয়ার পর বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় অর্থ জমা দেয়ার ক্ষেত্রে কিছুদিন সময় চায় কর্তৃপক্ষ। এরই মধ্যে অর্থ জমা দেয়া হয়েছে। অন্যান্য কার্যক্রমও সম্পন্ন হয়েছে। বিজিবি সূত্র জানায়, নতুন এ ব্যাংক স্থাপনের ব্যাপারে যাবতীয় কার্যক্রম চূড়ান্ত করেছে বিজিবি। এতে অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১০০ কোটি টাকা। ধানম-ির জিগাতলা সীমান্ত স্কয়ারের কাছে নতুন ভবনে হবে ব্যাংকের প্রধান কার্যালয়।
×