ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশিত: ২০:৫৮, ২৩ জুলাই ২০১৬

পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার পাকুন্দিয়া উপজেলায় ফলদ বৃক্ষমেলা উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। এ সময় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইউএনও মোহাম্মদ কবির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ লিয়াকত হোসেন খান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, থানার ওসি হাসান আল মামুন, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে জনসচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ফলদ বৃক্ষমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২১টি স্টল অংশ নিয়েছে।
×