ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিহত ৬, আহত বহু মিউনিখজুড়ে আতঙ্ক

এবার জার্মানিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ০৮:৪৪, ২৩ জুলাই ২০১৬

এবার জার্মানিতে  ভয়াবহ সন্ত্রাসী  হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার জার্মানির মিউনিখের একটি শপিংমলে বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। জার্মান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার সন্ধ্যায় অলিম্পিয়া শপিং সেন্টারে চালানো এ হামলায় অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তিন বন্দুকধারী এ হামলা চালিয়েছে এবং তারা পলাতক রয়েছে। বিল্ড পত্রিকার খবরে বলা হয়, এক বন্দুকধারী অলিম্পিক স্টেডিয়ামের কাছে শপিংমলটিতে দৌড়ে ভেতরে ঢোকে এবং গুলি চালিয়ে পার্শ্ববর্তী মেট্রোস্টেশনের দিকে পালিয়ে যায়। জার্মান টেলিভিশন এনটিভি এ ঘটনায় প্রথমে ১০ জন নিহতের খবর দেয়। পরে বাভারিয়া প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা তিন বলে জানায়। বার্তা সংস্থা জানায়, অলিম্পিয়া শপিং সেন্টারে হামলার পরপরই আশপাশের আরও কয়েক স্থানে হামলার খবর পাওয়া গেছে। এনটিভির খবরে বলা হয়, জার্মান স্পেশাল ফোর্স অলিম্পিয়া বিপণিবিতানে পৌঁছে তাদের অভিযান শুরু করে এবং অভিযানের ভিডিও ফুটেজ ও ছবি টেলিভিশন বা মিডিয়ায় প্রকাশ করতে নিষেধ করা হয়। মিউনিখ পুলিশের এক মুখপাত্র জানান, একাধিক ব্যক্তি নিহত বা আহত হয়েছে। তিনি বলেন, একাধিক বন্দুকধারী এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি। ওই মুখপাত্র এ সময় আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এ ঘটনায় একাধিক অপরাধী জড়িত। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে প্রথম গুলিবর্ষণের খবর আসে। ওই বিপণিবিতানের ম্যাকডোনাল্ডসের দোকানে প্রথমে গুলি করা হয়। এখনও ওই বিপণিবিতানের মধ্যে মানুষ আটকা আছে। আমরা বিপণিবিতানে লুকিয়ে থাকা লোকজনকে খুঁজে তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা করছি।’ এ ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেয়া হয়। মিউনিখ পুলিশ এক টুইট বার্তায় নাগরিকদের উদ্দেশে ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়া এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানায়। জার্মান মিডিয়ার খবরে বলা হয়, পুলিশ পরিস্থিতিকে ‘ভয়াবহ সন্ত্রাসী হুমকি’ বলে অভিহিত করেছে। হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত তাদের নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। গুলিবর্ষণের পরপরই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জার্মানির উদ্দেশ্যে বলেন, ‘তাদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করছি।’ তিনি বলেন, আমরা এখনও জানি না সেখানে কি ঘটছে। গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে শরণার্থী এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।
×