ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সংখ্যালঘু ছয় নেতাকে হত্যার হুমকি দিয়ে পোস্টার

প্রকাশিত: ০৮:৩২, ২৩ জুলাই ২০১৬

টাঙ্গাইলে সংখ্যালঘু ছয় নেতাকে হত্যার হুমকি দিয়ে পোস্টার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ জুলাই ॥ ভূঞাপুর উপজেলায় সংখ্যালঘু ৬ নেতাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোস্টার সেঁটে দিয়েছে সন্ত্রাসীরা। সবুজ রঙের কালিতে চাঁদতারা অঙ্কিত হাতে লেখা পোস্টার বৃহস্পতিবার গভীর রাতে ছয়জনের নাম উল্লেখ করে তিন নেতার বাড়ির গেটে সেঁটে দেয়া হয়। হুমকিপ্রাপ্তরা হলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সরণ দত্ত, সুজন ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক ও ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, ফলদা কেন্দ্রীয় কালিমন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মণ, ফলদা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য কনক চন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রঞ্জন বসাক, ফলদা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধন মজুমদার ও সংখ্যালঘু ভজন চন্দ্র ঘোষ। শুক্রবার সকালে দেয়ালে সাঁটা পোস্টার দেখে ভূঞাপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ পরে পোস্টারগুলো উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় হিন্দু অধ্যুষিত ফলদা গ্রামের সংখ্যালঘু পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হুমকি পাওয়া এক নেতা জানান, সম্প্রতি পার্শ্ববর্তী গোপালপুর উপজেলায় সংখ্যালঘুর বাড়িতে পোস্টার সাঁটিয়ে হুমকি দিয়ে সুনীল দর্জিকে হত্যা করা হয়েছে, একইভাবে আমাদের সংখ্যালঘু ৬ নেতাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোস্টার সেঁটে দেয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
×