ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিজার্ভ চুরি

অর্থ ফেরত আনতে ম্যানিলায় আরও এক ধাপ অগ্রগতি

প্রকাশিত: ০৮:১৬, ২৩ জুলাই ২০১৬

অর্থ ফেরত আনতে ম্যানিলায় আরও এক ধাপ  অগ্রগতি

বিডিনিউজ ॥ বাংলাদেশ ব্যাংকের রিভার্জ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে দেড় কোটি ডলার ফেরত পাওয়ার পথে আরও একধাপ অগ্রগতির খবর দিয়েছে ফিলিপিন্সের সাংবাদমাধ্যম। ফিলস্টরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপিন্সের ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অংয়ের ফেরত দেয়া অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দেয়ার একটি আবেদনে দেশটির নিম্ন আদালত ইতোমধ্যে সম্মতি দিয়েছে। এখন বাংলাদেশ সরকার ১৫ দিনের মধ্যে ওই টাকার দাবি নিয়ে আদালতে গেলে এবং আদালত তাতে সম্মতি দিলে ফিলিপিন্সে কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত ওই অর্থ ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করা যাবে। বৃহস্পতিবার ম্যানিলায় ফিলিপিন্স ন্যাশনাল ব্যাংকের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাক আবাদ আদালতের এই সম্মতি পাওয়ার বিষয়টি জানান। এদিকে চুরি যাওয়ার অর্থের মধ্যে যে টাকা ফেরত পাওয়া গেছে, তা দ্রুত হস্তান্তরের পদক্ষেপ নিতে ফিলিপিন্সের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যানিলায় বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।
×