ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আজান প্রতিযোগিতা শেষ

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ জুলাই ২০১৬

নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আজান  প্রতিযোগিতা শেষ

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আজান প্রতিযোগিতা-২০১৬ শুক্রবার ঢাকা সেনানিবাসে নৌবাহিনী ঘাঁটি হাজী মহসীন মসজিদে শেষ হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সাইফুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক নৌসদস্য উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৩৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে ক্বিরাত প্রতিযোগিতায় পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন দলের এম শিউল ইসলাম প্রথম, একই দলের এম এম উদ্দিন দ্বিতীয় এবং বানৌজা শহীদ মোয়াজ্জম দলের এম আবদাল হোসেন তৃতীয় স্থান অধিকার করে। আজান প্রতিযোগিতায় বানৌজা হাজী মহসীন দলের ওয়াই এ রাসেল প্রথম, এম এ আজীজ, এবং এম ইউসুফ খান, যৌথভাবে দ্বিতীয় এবং বানৌজা মংলা দলের এম টি ইসলাম তৃতীয় স্থান অধিকার করে। -আইএসপিআর
×