ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোয়া মাইল দীর্ঘ পিৎজা

প্রকাশিত: ০৬:৩১, ২৩ জুলাই ২০১৬

সোয়া মাইল দীর্ঘ পিৎজা

পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা তৈরি করে গিনেস বুকে নাম লেখিয়েছে ইতালি। দেশটির ২৫০ জন বাবুর্চি ১ হাজার ৮৫৩ মিটার দৈর্ঘ্যরে একটি পিৎজা তৈরি করেছেন, যা সবচেয়ে বড় পিৎজা। ১.১৫ মাইল দৈর্ঘ্যরে কার্পেটের মতো বিশালাকারের এ পিজ্জা তৈরিতে ব্যবহার করা হয়েছে ২ হাজার কেজি আটা, এক হাজার ৬০০ কেজি টমেটো, ২ হাজার কেজি দুগ্ধজাত খাবার, ২০০ লিটার অলিভ অয়েল। বিশেষভাবে তৈরি পাঁচটি বড় চুলায় পিৎজাটি তৈরি করতে সময় লাগে ১১ ঘণ্টা। সব কিছুই সংগ্রহ করা হয়েছে ক্যাম্পানিয়া এলাকা থেকে। এই এলাকাকে বলা হয় ‘দ্য হোম অব পিৎজা’। বিশেষভাবে নির্মিত পাঁচটি ওভেন ব্যবহার করেছেন শেফরা। রেকর্ডটির অফিসিয়াল স্বীকৃতি দিতে পিৎজা তৈরির সময় উপস্থিত ছিলেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক লুসিয়া সিনিগেগলেইসি। তিনি আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বড় পিৎজা তৈরির স্বীকৃতি দেয়ার পরই দর্শণার্থীরা একে একে সেখান থেকে পিৎজার টুকরো নিয়ে খাওয়ার সুযোগ পান। পরে পিৎজার অবশিষ্ট অংশ দেয়া হয় ক্যামপার ওনলাস এ্যাসোসিয়েশন, ইতালিয়ান রেডক্রস ও চিচ্চি দি গ্রানো এ্যাসোসিয়েশনকে, যাতে সেগুলো গরিবদের মাঝে দেয়া যায়। রেকর্ডও হলো, পাশাপাশি গরিবদের খাওয়ানোও হলো। এর আগের রেকর্ডটিও ছিল ইতালির। ২০১৫ সালের ২০ জুন দেশটির মিলানে তৈরি এক হাজার ৫৯৫ মিটার দীর্ঘ পিৎজাটি ছিল এতদিন বিশ্বের সবচেয়ে বড় পিৎজা।
×