ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানা-অজানা

প্রকাশিত: ০৬:৩১, ২৩ জুলাই ২০১৬

জানা-অজানা

পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে। সবচেয়ে লম্বা ঘাসের নাম জানো? বাঁশ। এই ঘাস লম্বায় ১৩০ ফুটও হতে পারে। সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা। আফ্রিকা মহাদেশের প্রায় তিন ভাগের এক ভাগ নিয়ে বিস্তৃত সাহারা মরুভূমি। আটল্টানিক মহাসাগর পৃথিবীর অন্যান্য মহাসাগরের তুলনায় সবচেয়ে বেশি লবণাক্ত। সবচেয়ে বড় রেইনফরেস্ট হলো আমাজন রেইনফরেস্ট। উম্মে হাবিবা (অহনা) পাগলা উচ্চ বিদ্যালয় (নয়ামাটি) ৬ষ্ঠ শ্রেণী
×