ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন প্রযুক্তি ॥ রাস্তায় চলন্ত গাড়ি ও সাইকেলের ব্যবধান করবে

প্রকাশিত: ০৬:২৯, ২৩ জুলাই ২০১৬

নতুন প্রযুক্তি ॥ রাস্তায় চলন্ত গাড়ি ও   সাইকেলের ব্যবধান করবে

ওয়াশিংটন পোস্ট রাস্তা দিয়ে গাড়ি চলছে, সাইকেল চলছে। অনেক সময় গাড়িগুলো সাইকেলের এত গাঘেঁষে ছুটে যায় যে তাতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। চলমান অবস্থায় যেসব গাড়িচালক সাইকেল আরোহীর খুব কাছাকাছি এসে যায় তাদেরকে অচিরেই হাতেনাতে ধরা যাবে। সেটা সম্ভব হবে কানাডায় উদ্ভাবিত এক নতুন প্রযুক্তির বদৌলতে। সম্প্রতি অটোয়ায় আইন প্রয়োগকারী সংস্থার লোকজন রাস্তায় গাড়ি ও সাইকেলের মধ্যে আইনসম্মত দূরত্ব বলবৎ করতে এই প্রযুক্তিটি প্রয়োগ করেছেন। প্রযুক্তিটি আহামরি কিছু নয়। ওটা একটা সাধারণ ডিভাইস বিশেষ যা ঘণ্টার মতো সাইকেলের হ্যান্ডেলবারে লাগানো থাকে। ডিভাইসটি চলমান গাড়ি ও সাইকেলের মধ্যে দূরত্ব পরিমাপের জন্য সোনার প্রযুক্তিকে কাজে লাগায়। কোন গাড়ি সাইকেলের এক মিটারের মধ্যে এসে গেলে ডিভাইসে বিপ্্ বিপ্্ ধ্বনি ওঠে। পুলিশ সাইকেল আরোহী তখন বেতারযোগে তার সহকর্মীদের জানিয়ে দেয়। সহকর্মীরা তখন সংশ্লিষ্ট গাড়িচালককে ধরে ফেলে। নিরাপদ সড়ক অটোয়া কর্মসূচীর সমন্বয়ক রব উইলকিনসন বলেন, সাইকেলচালকসহ সড়কের সব ব্যবহারকারীর নিরাপত্তাটাই সবচেয়ে বড় কথা। এমন একটি ডিভাইস বের করার উদ্দেশ্য হলো সাইকেল চালানো উৎসাহিত করা এবং সড়কে নিরাপত্তার প্রসার ঘটানো। সম্প্রতি কানাডার রাজধানী অটোয়ায় একটি মাত্র সোনার ডিভাইস নিয়ে এই কর্মসূচী আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। ঐদিন এক পুলিশ অফিসার প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শনের জন্য ডিভাইস লাগানো একটি বাইকে চড়ে শহরময় রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। সাইকেল চালানো শুরু করার কয়েক মিনিটের মধ্যে ডিভাইসটি বিপ্্ বিপ্্ আওয়াজ করছিল। দেখা যায় যে দু’জন গাড়িচালক গাড়ি ও সাইকেলের মধ্যে আইনসম্মত এক মিটারের ব্যবধান রাখার নিয়মটি লঙ্ঘন করেছিল। চালক দু’জনকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে হাতে প্রচারপত্র ধরিয়ে দেয়া হয় এবং জানানো হয় যে তারা নিরাপদ ব্যবধানের নিয়মটি লঙ্ঘন করেছে। উইলকিন জানান যে, বর্তমানে ডিভাইসটি জরিমানা জারি করার কাজে ব্যবহার করা হচ্ছে না যদিও এই জরিমানা ১১০ ডলার পর্যন্ত ধার্য করার বিধান রাখা হয়েছে। তবে ভবিষ্যতে এ সংক্রান্ত আইন বলবৎ করার জন্য ডিভাইসটি ব্যবহার করার কোন পরিকল্পনা সরকারের নেই বলে তিনি জানান। এ মুহূর্তে ডিভাইসটি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো নিরাপদ দূরত্ব আইনটি সম্পর্কে সচেতনতার প্রসার ঘটানো। সাইকেল চালকদের নিরাপত্তা উৎসাহিত করা এবং দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা হ্রাস করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে আইনটি পাস হয় আর সেই আইনটি প্রয়োগের এক কার্যকর উপায় এই নতুন ডিভাইস।
×