ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়াশিংটন পোস্ট

আগামী দিনের দুনিয়া হবে ইন্টারনেটের

প্রকাশিত: ০৬:২৮, ২৩ জুলাই ২০১৬

আগামী দিনের দুনিয়া  হবে ইন্টারনেটের

মার্কিন ফেডারেল সরকার এক ঐতিহাসিক নিলামের মধ্য দিয়ে সম্প্রচার টিভি শিল্প থেকে এক শ’ মেগাহার্টজ এয়ারওয়েভ ভেরাইজন ও টি-মোবাইলের মতো ক্যারিয়ারের কাছে স্থানান্তর করতে চায়। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে মোবাইলের ড্যাটা ধারণক্ষমতা বহুলাংশে বেড়ে যাওয়ার পথ সুগম হবে। তার অর্থ মোবাইল ইন্টারনেট আরও দ্রুতগতির হবে, আরও বেশি ডিভাইসের সঙ্গে সংযোগপ্রাপ্ত হবে এবং নতুন নতুন সার্ভিস ও ফিচার পাওয়া যাবে। সমস্যাটা হচ্ছে এ সমস্ত এয়ার ওয়েভের পর্যাপ্ত চাহিদা না-ও থাকতে পারে। আর তাঁর ফলে আপনার আমার মতো গ্রাহকদের কাছে নতুন ক্ষমতাটি সেভাবে হয়ত পৌঁছাবে না এবং এই খাত থেকে সরকারের আয়ও তেমন হবে না। ফেডারেল কমিউনিকেশন কমিশন বলেছে যে সমস্ত রেডিও স্পেকট্রাম ওয়্যারলেস ক্যারিয়ারগুলোর হাতে ন্যস্ত করা হলে সমষ্টিগত ভাগে কোম্পানিগুলোর ব্যয় হবে ৮৬০০ কোটি ডলার। অঙ্কটা এত বিশাল যে তা থেকে বুঝা যায় যে স্পেকট্রামও থাকবে প্রচুর। কমিশন সংখ্যাটা উল্লেখ না করলেও এ থেকে বোঝা যায় কতগুলো টিভি স্টেশন সম্প্রচার বন্ধ করে কিংবা ভিন্ন চ্যানেলে চলে গিয়ে কিছু অর্থ বাগানোর কথা ভাবছে। সম্প্রতি এক সিসির এক বিবৃতিতে বলা হয় যে এমন পদক্ষেপ ওয়্যারলেস দরদাতাদের আমেরিকার ক্রমবর্ধমান মোবাইল ড্যাটার চাহিদা মেটাতে এই মৌলিক স্পেকট্রামের জন্য প্রতিযোগিতা করার সুযোগ এনে দিয়েছে। অবশ্য ওয়াল স্ট্রিটের পর্যবেক্ষকরা মনে করেন না যে সরকার নিলাম থেকে যে পরিমাণ অর্থপ্রাপ্তির আশা করছেন তা ঘটবে। কারোর কারোর হিসাবে ক্যারিয়ারগুলো এর পিছনে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি ডলার ব্যয় করতে পারে যা সরকারের প্রত্যাশিত লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। এ অবস্থায় পর্যাপ্ত চাহিদা না থাকলে সরকার যে পরিমাণ স্পেকট্রাম নিলামে দেয়ার পরিকল্পনা নিয়েছে তা সংকৃচিত করতে পারে। কতটা কম হবে তা নির্ভর করছে ওয়্যারলেস ক্যারিয়ারগুলো কত বেশি বা কম চাহিদা প্রকাশ করছে তার ওপর। তাছাড়া টিভি স্টেশনগুলো তাদের– এয়ারওয়েভ ছেড়ে দেয়ার দাম হিসেবে কি পরিমাণ অর্থ মেনে নেবে তার ওপরও এটা নির্ভর করছে।
×