ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুক ও রুটের ব্যাটে রান

প্রকাশিত: ০৬:১৯, ২৩ জুলাই ২০১৬

কুক ও রুটের ব্যাটে রান

স্পোর্টস রিপোর্টার ॥ ওল্ড ট্র্যাফোর্ডে শুরুর ধাক্কা সামলে উঠেছে ইংল্যান্ড। দলীয় ২৫ রানে এ্যালেক্স হেলসকে (১০) বোল্ড করে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। এরপরই হাল ধরেন এ্যালিস্টার কুক-জো রুট। শুক্রবার প্রথম দিন এ রিপোর্ট লেখার সময় দুজনে অবিচ্ছিন্ন ১১৮ রান যোগ করেন। ১ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ১৪৩ রান (৪৩ ওভারে)। অধিনায়ক কুক ৬৯ ও ব্যাটিংয়ের অন্যতম ভরসা রুট ব্যাট করছিলেন ৫৬ রান নিয়ে। প্রথম টেস্টে মাত্র ৪৮ ও ৯ রানে করেছিলেন তিনি। লর্ডসের ওই ম্যাচে ৭৫ রানের হারে চার টেস্টের সিরিজে ০-১ এ পিছিয়ে পড়ে ইংল্যান্ড। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে (সব টেস্ট ফল দেখলে) ওল্ড ট্র্যাফোর্ডে জিততেই হবে কুকদের। কিছুটা চাপের মুখে সকালে টস জিতে ব্যাটিং নেন স্বাগতিক অধিনায়ক। শুরুর ধাক্কা সামলে সিদ্ধান্তের যথার্থতা প্রমাণের দায়িত্বটুকুও কাঁধে তুলে নেন কুক। লর্ডসে ১০ উইকেট নিয়ে ইংলিশদের একাই বিধ্বস্ত করেন লেগস্পিনার ইয়াসির শাহ। দ্বিতীয় টেস্টে দলে আদিল রশিদকে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি পাকিস্তানী বংশোদ্ভূত এই লেগস্পিনারের। যথারীতি অফস্পিনার মঈন আলি আছেন, ইনজুরি কাটিয়ে পেস আক্রমণে ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গী হয়েছেন তুখোড় জেমস এ্যান্ডারসন। শ্রীলঙ্কা দলে চার নতুন মুখ স্পোর্টস রিপোর্টার ॥ দুই গ্রেট মাহেলা জায়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার অবসরের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকছে শ্রীলঙ্কা। প্রতি ভার্সনে দলটির অবস্থা খুবই নাজুক। ভরাডুবির ইংল্যান্ড সফরে ইনজুরিতে পড়েছেন প্রতিষ্ঠিত ধাম্মিকা প্রসাদ, সুরাঙ্গা লাকমল ও দুশমন্ত চামিরা। ফলে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের জন্য নতুনদের নিয়ে দল গড়তে বাধ্য হয়েছে লঙ্কানরা। পনেরো সদস্যের দলে চার নতুন মুখ। এরা হলেন, ১৮ বছর বয়সী পেসার আসিথা ফার্নান্ডো ও বিশ্ব ফার্নান্ডো, স্পিনার লক্ষ্মণ সান্দাকান ও ব্যাটসম্যান রোশন সিলভা। মুন্সীগঞ্জে ক্রিকেট কার্নিভ্যাল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুর্ধ ১২ ক্রিকেট কার্নিভ্যাল হয়েছে। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় ক্রিকেট উৎসবে মুন্সীগঞ্জের চার স্কুলের ৩২ ছাত্র এ খেলায় অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা। দিনব্যাপী টুর্নামেন্টে বিজয়ী দল হলো রিকাবী বাজারের শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের সুরমা দল। দ্বিতীয় রানার্সআপ হয় মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেঘনা গ্রুপ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়। ১৫ জনকে বাছাই করে জাতীয় পর্যায়ে স্থায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকার করেন প্রধান অতিথি এডিসি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুহা. হারুন-আর-রশিদ।
×