ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘রোনাল্ডোর চেয়ে অনেক ভাল মেসি’

প্রকাশিত: ০৬:১৯, ২৩ জুলাই ২০১৬

‘রোনাল্ডোর চেয়ে অনেক ভাল মেসি’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয় লুইস সুয়ারেজের চোখে লিওনেল মেসিই সেরা। জাতীয় দলের জার্সিতে কোন শিরেপা জিততে না পারলেও রোনাল্ডোর চেয়ে মেসি অনেক ভাল বলে মন্তব্য করেছেন বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এ প্রসঙ্গে শুক্রবার সংবাদ সম্মেলনে লিভারপুলের সাবেক তারকা বলেন, ‘এটা খুবই সত্য যে রোনাল্ডো শিরোপা জিতলেও আমার কাছে মেসিই বিশ্বের সেরা। সে ট্রফি জিতুক কিংবা না জিতুক এখন পর্যন্ত সেই সেরা ফুটবলার। অন্য যে কোন খেলোয়াড়ের চেয়েও ম্যাচে সে বেশি প্রভাব বিস্তার করে।’ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যায় লিওনেল মেসির আর্জেন্টিনা। গত বছর কোপা আমেরিকারও ফাইনালেও চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসি-এ্যাগুয়েরোদের। কোপা আমেরিকার শতবার্ষিকী আসরের ফাইনালেও একই চিত্রনাট্য। ফাইনালে সেই চিলির কাছে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। তবে জাতীয় দলের হয়ে শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘুচিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেননা সদ্যসমাপ্ত উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেই যে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর মুকুট পরে পর্তুগাল। দেশকে প্রথমবারের মতো বড় শিরোপা উপহার দিতে রোনাল্ডো রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই সঙ্গে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতেও আলো ছড়িয়েছেন তিনি। তার অসাধারণ পারফর্মেন্সেই ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নশিপের শিরোপাটাও নিজেদের করে নেয় রোনাল্ডোর রিয়াল। ক্লাব এবং জাতীয় দলকে বড় দুটি শিরোপা উপহার দেয়ার কারণে এবার ফিফা ব্যালন ডি’অর জয়ীর ক্ষেত্রে রোনাল্ডোকে এগিয়ে রাখছেন ফুটবলবোদ্ধারা। তবে তা মানতে নারাজ সুয়ারেজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিততে পারেনি কিন্তু সে বার্সিলোনার জার্সিতে অনেক শিরোপা জিতেছে। তাই আমি মনে করি, এবারও ব্যালন ডি’অর জয়ের জন্য সে যোগ্য।’
×