ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইওসি অনুমোদন দেবে প্রত্যাশা রাশিয়ার

প্রকাশিত: ০৬:১৮, ২৩ জুলাই ২০১৬

আইওসি অনুমোদন দেবে প্রত্যাশা রাশিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় রাশিয়ার ক্রীড়াবিদরা। কারণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক হারে নিষিদ্ধ ড্রাগ গ্রহণ নিয়ে সম্প্রতিই কানাডীয় আইনজীবী রিচার্ড ম্যাকলারেনের প্রতিবেদন। এরপর আন্তর্জাতিক ডোপবিরোধী সংস্থা (ডব্লিউএডিএ) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে আহ্বান করেছে রাশিয়াকে আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিক থেকে পুরোপুরি নিষিদ্ধের। এটা নিয়ে রবিবার সিদ্ধান্ত নেবে আইওসি। বিষয়টি নিয়ে এখন বিশ্বজুড়েই তোলপাড় আর রাশিয়ার মিশ্র প্রতিক্রিয়া, যার কোনটাই সুখকর নয়। তবে রাশিয়ার সরকার আশা করছে আইওসি দেশটির ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশগ্রহণের অনুমোদন দেবে। রাশিয়া প্রেসিডেন্টের দাফতরিক বাসবভন ক্রেমলিলেন এক মুখপাত্র এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন। আর যদি সেটা না হয় তবে আইনী লড়াইয়ের পদক্ষেপ নেবেন কিংবদন্তি পোল ভল্টার ইয়েলিনা ইসিনবায়েভা। তিনি দেশের সব ক্রীড়াবিদকে আহ্বান জানিয়েছেন রাশিয়া রিও থেকে বহিষ্কার হলে অনুশীলন থামিয়ে আইনী লড়াইয়ে নামার জন্য প্রস্তুত থাকার। আগেই রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের রিও অলিম্পিকে অংশহগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে এ্যাথলেটিক্স ফেডারেশন্সের আন্তর্জাতিক সংস্থা (আইএএএফ)। সেটাকে সমর্থনও দিয়েছে আইওসি। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ৬৮ এ্যাথলেট ক্রীড়া সালিশ নিষ্পত্তি আদালতে (সিএএস) আপীল করেছিল। সেটাও বৃহস্পতিবার খারিজ করে দিয়ে আইএএএফের সিদ্ধান্ত বহাল রাখে। গত মঙ্গলবার আইওসি রাশিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ মিটিং ডেকে ছিল। কিন্তু আইনী দিকগুলো বিবেচনা করার জন্য আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখে। তবে সিএএসের সিদ্ধান্তের পর আইওসির জন্য একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার পথ খোলাসা হয়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানিসহ মোট ১৪ দেশের জাতীয় ডোপবিরোধী সংস্থা আইওসি প্রেসিডেন্ট থমাস বাখের কাছে চিঠি দিয়ে তাকে আহ্বান করেছেন যেন রাশিয়াকে রিও অলিম্পিক থেকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে এখন রাশিয়ার পুরো অলিম্পিক দলকেই রিও থেকে নিষিদ্ধ করা তেমন কঠিন সিদ্ধান্ত হবে না আইওসির জন্য। রবিবার বিশেষ সম্মেলন আহ্বান করা হয়েছে। সেখানেই হবে সিদ্ধান্ত। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ার এ্যাথলেট ও ক্রীড়াবিদরা মোটামুটি বুঝতে পারছেন যে দেশের অলিম্পিক ভাগ্য এবার খুবই খারাপ। সে কারণেই দেশের কিংবদন্তি পোলভল্টার ইসিনবায়েভা ভীষণ ক্ষুব্ধ। আগেই তার অংশগ্রহণের আশা শেষ হয়ে গেছে সিএএসের রায়ে। কিন্তু পুরো রাশিয়া নিষিদ্ধ হলে তিনি আইনী লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে ইসিন বলেন, ‘যদি আইওসি রাশিয়ার প্রতিযোগিদের রিও অলিম্পিকে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে অনুশীলন চালিয়ে যাওয়ার কোন কারণ দেখি না। আমার ইতোমধ্যেই বিশ্বাস জন্ম নিয়েছে যে আইওসি রাশিয়াকে অলিম্পিকে অংশ নিতে দেবে না। ব্যক্তিগতভাবে যে কেউ সিএএসের রায়ের বিরুদ্ধে এবং আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে। আমি নিজে সেটা করবই এবং অন্যদেরও সেটা করার জন্য প্রস্তুত হতে আহ্বান জানাচ্ছি।’
×