ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উডেন ফ্লোর জিমনেশিয়াম সংস্কারে অনিয়ম!

প্রকাশিত: ০৬:১৮, ২৩ জুলাই ২০১৬

উডেন ফ্লোর জিমনেশিয়াম সংস্কারে অনিয়ম!

স্পোর্টস রিপোর্টার ॥ নামেই উডেন ফ্লোর জিমনেশিয়াম। কাজে আসলে ‘ব্রোকেন ফ্লোর জিমনেশিয়াম!’ পল্টনে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়াম নামের চেয়ে সবার কাছে ‘উডেন ফ্লোর জিমনেশিয়াম’ হিসেবেই এটি বেশি পরিচিত। তিন বছর ধরে এই ইনডোর স্টেডিয়ামটি খেলার অনুপযোগী। তারপরও এখানে মাঝে মধ্যেই অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন এবং টেবিল টেনিসের টুর্নামেন্ট। বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পল্টনের শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামের সংস্কার কাজ। টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনের অস্থায়ী পাটাতন নির্মাণে ব্যবহার করা হচ্ছে পুরনো ও নিম্নমানের কাঠ। অভিযোগ রয়েছেÑ বরাদ্দের টাকা লোপাট করে দায়সারাভাবে কাজ সারছে ফেডারেশন। টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এসব অভিযোগ মেনে না নিলেও স্বীকার করলেন নিজেদের কিছু ব্যর্থতার কথা। এদিকে দীর্ঘমেয়াদী নির্মাণ প্রক্রিয়ার কারণে ব্যাহত হচ্ছে খেলোয়াড়দের অনুশীলন। শহীদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামই ক্রীড়াপ্রেমীদের কাছে পরিচিত উডেন ফ্লোর জিমনেশিয়াম নামে। এখানেই চলছে টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনের জন্য কাঠের পাটাতন নতুন করে তৈরির কাজ। তবে এই নির্মাণ প্রক্রিয়া নিয়েই যত অভিযোগ। ব্যবহার করা হচ্ছে পুরনো ঘুণে ধরা কাঠ! নির্মাণকাজ দেখভালের দায়িত্বে চোখে পড়েনি কোন কর্মকর্তাকে। সরজমিনে ঘুরে দেখা গেছে গ্যালারির অবস্থা খুবই শোচনীয়। ময়লার স্তূপ, নোংরা আবর্জনা আর ধুলার আবরণে পরিত্যক্ত দর্শক গ্যালারি। মাকড়শার জাল দেখে মনে হয় যেন আদিম যুগের এক গুহা! পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে এসি ও লাইট। ফলে বাধ্য হয়ে কম আলোতেই খেলতে হয় সূক্ষ্মদৃষ্টি আর তীক্ষè বুদ্ধির খেলা টেবিল টেনিস। টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য আল মারুফ এনায়েত হোসেন জানান, অযোগ্য আর অসৎ কর্মকর্তাদের কারণেই এই দশা। ফেডারেশনের দায় কোনভাবেই এড়াতে পারে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির সুমন বলেন, এসব অভিযোগর কথা তারা শুনেছেন দেরিতে। শীঘ্রই নিতে যাচ্ছেন কার্যকর পদক্ষেপ। ২০১৪ সালে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টটি মিরপুর ইনডোরে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ব্যাডমিন্টন ফেডারেশন। একই বছরের সেপ্টেম্বরে ঝুঁকি থাকার পরও এই ফ্লোরেই আয়োজন করা হয় টেবিল টেনিস ফেডারেশন কাপ টুর্নামেন্ট। গত বছরের মার্চে এই ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় ‘জাতীয় সিনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতা’। তখনই গিয়েই চোখে পড়েছিল ভাঙ্গাচোরা কাঠ, মেঝের বড় বড় গর্ত ... এক কথায় কাঠের ধ্বংসস্তূপ। পা বাঁচিয়ে না চললে দুর্ঘটনা ঘটারসমূহ সম্ভাবনা। ভেবে আশ্চর্য হতে হয় খেলোয়াড়রা এখানে কিভাবে খেলেন! তখন পাশেই শাটলাররা অনুশীলন করছিলেন। অথচ এই উডেন ফ্লোর তৈরি হয় ২০১০ সালে এসএ গেমসের সময়। তখন দ্রুততার সঙ্গে ভেজা কাঠ দিয়ে মেঝে ছেয়ে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। তারপর মাত্র ছয় বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যেই বেহাল দশা হয়েছে এই ফ্লোরের। এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, টিভিতেও রিপোর্ট হয়েছে। বিভিন্ন ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নজরে আনা হয়েছে। কিন্তু তাতে বিন্দুমাত্র কাজ হয়নি। সবাই আশ্বাস দিয়েছেন এবং ঘুমিয়েছেন নাকে সরিষার তেল দিয়ে! এখন দেখার বিষয়, আদৌ এই ফ্লোরের সংস্কার হয় ঠিকমতো কি না।
×