ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেরিনার ইয়াংস ক্লাবের আত্মপক্ষ সমর্থন

প্রকাশিত: ০৬:১৮, ২৩ জুলাই ২০১৬

মেরিনার ইয়াংস ক্লাবের আত্মপক্ষ সমর্থন

স্পোর্টস রিপোর্টার ॥ ঘটনা ১ জুলাইয়ের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে প্রিমিয়ার লীগের শিরোপা নির্ধারণী ম্যাচে। ম্যাচের তখন ১৭ মিনিট। ঊষা ক্রীড়া চক্রের কাছে ঢাকা মেরিনার ইয়াংস পিছিয়ে ০-২ গোলে। কিছুক্ষণ পরেই আম্পায়ারের একটি সিদ্ধান্ত বিতর্কিত মনে হওয়ায় মেরিনারের খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানান। এদিকে মেরিনারের সমর্থকরা গ্যালারির চেয়ার ভেঙ্গে ছুড়ে মারতে থাকেন টার্ফে। এর কিছুক্ষণ পর সমর্থকরা উঠে আসেন প্রেসবক্সের ঠিক ওপরের তলায়, যেটা ভিআইপি বক্স হিসেবে পরিচিত। সেখানে ঢুকে নির্বিচারে ভাংচুর করে তারা। ভাঙ্গা হয়, চেয়ার, সোফা, উইন্ডো গ্লাস। পরিস্থিতি শান্ত হওয়ার পর খেলা যখন আবারও শুরু হয়, ততক্ষণে অপচয় হয়ে গেছে ২০ মিনিট। প্রথমার্ধের ৩৫ মিনিটের খেলা শেষ হতে সময় লাগে পাক্কা ৬০ মিনিট! পরে খেলা শুরু হলে মেরিনার টানা তিনটি গোল করে ৩-২ গোলে জিতে তাদের ক্লাব ২৮ বছরের হকি ক্লাব ইতিহাসে প্রথম কোন শিরোপা জেতে। তবে সেই আনন্দ তারা সেভাবে উদযাপন করতে পারেনি হকি ফেডারেশনের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার আগাম খবর পেয়ে। শুক্রবার মেরিনার ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের উর্ধতন কর্মকর্তারা ওই ম্যাচের অনাকাক্সিক্ষত ঘটনায় ক্লাবের অবস্থান ব্যাখ্যাসহ নানা বিষয়ে আলোকপাত করেন। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন ম্যাচের শুরু থেকেই মেরিনার বাজে আম্পায়ারিংয়ের শিকার হতে থাকে। দুটি শর্ট কর্নার আদায়ে তাদের রেফারেলের সাহায্যে নিতে হয়। একপর্যায়ে মেরিনারে একজন বিদেশী খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হলে তার দুটি দাঁত পড়ে যায়, এ নিয়ে মাঠে ও গ্যালারিতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি মেরিনারের সাধারণ সম্পাদক ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ দিতে ভিভিআইপিতে যান। ফেডারেশন সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবেই অভিযোগ খ-িয়ে দেন। কিন্তু তাদের কথোপকথনের ঘটনাটি অযাচিতভাবে সেখানে থাকা সাবেক একজন হকি খেলোয়াড় মোবাইল ফোনে ভিডিও করতে থাকেন। ক্লাব সাধারণ সম্পাদক ওই ব্যক্তিকে তিন বার ভিডিও করতে নিষেধ করলেও তিনি তা শোনেননি। এ সময় ওই সাবেক খেলোয়াড় মেরিনারের সাধারণ সম্পাদককে গায়ে হাত তোলেন। তখন ক্লাবের সাধারণ সম্পাদকও উত্তেজিত হয়ে তাকে গলা ধাক্কা দেন। এ সময় গ্যালারিতে থাকা মেরিনারের সমর্থকরা জানতে পারেন কে বা কারা মেরিনারের সাধারণ সম্পাদককে নাজেহাল করছেন। এতে তারা উত্তেজিত হয়ে বক্সে ভাংচুর করে। এই ঘটনায় লজ্জিত হয়ে ও বিবেকের তাড়নায় মেরিনার ক্লাব কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেডারেশনের ভিভিআইপি বক্সের ক্ষতিগ্রস্ত সম্পত্তি প্রতিস্থাপন করে দেয়। সেই সঙ্গে ক্লাব সমর্থকদের ভাংচুরের ঘটনার জন্য হকি ফেডারেশরনের সভাপতির কাছে ক্ষমা চেয়ে চিঠিও দিয়েছে। সেই সঙ্গে উত্তেজিত অবস্থায় মেরিনারের সমর্থকদের সেদিনের আচরণে ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যরা মনোকষ্ট পেয়ে থাকলে তাদের কাছেও দুঃখ প্রকাশ করেছে মেরিনার। সবশেষে জমাট আয়োজনের এই লীগ সুষ্ঠুভাবে শেষ করার জন্য লীগের অংশ নেয়া অন্য ক্লাবগুলো, লীগ কমিটির চেয়ারম্যানসহ ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দনও জানিয়েছে মেরিনার ক্লাব।
×