ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিপিএলকে ঘিরে চট্টগ্রামে কড়া নিরাপত্তা

প্রকাশিত: ০৬:১৮, ২৩ জুলাই ২০১৬

বিপিএলকে ঘিরে চট্টগ্রামে কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) তত্ত্বাবধানে চট্টগ্রামে ১৮ ম্যাচ খেলবে ১২ ক্লাব দল। প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ বিকেল সাড়ে ৪টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় (ফ্লাডলাইটে) সব দল মিলে মোট ৪৮ বিদেশী ফুটবলার আছেন। সব ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা এবং বাফুফে উর্ধতন কর্মকর্তারা থাকবেন নগরীর ৮ হোটেলে। এ উপলক্ষে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোতায়েন থাকবে র‌্যাব ও পুলিশসহ প্রায় আড়াই হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সিএমপি কমিশনার ইকবাল বাহার শুক্রবার সদর দফতরের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। স্টেডিয়ামের ২০ গেটের মধ্যে ১৩টি বন্ধ থাকবে। ১টি ভিআইপি গেট ছাড়া বাকি ৬ গেট খোলা থাকবে প্রবেশের জন্য। এসব গেটে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে লাগানো থাকবে। পুরুষ এবং মহিলা পুলিশ এসব গেটে কর্মরত থাকবেন। তবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা টিকেট চেক করবেন। প্রত্যেকটি গেটে স্টেডিয়ামের গ্যালারিতে প্রবেশকারীরা শুধু মোবাইল সঙ্গে রাখতে পারবেন। মহিলারা ভ্যানিটি ব্যাগ ছাড়া কোন ধরনের পানীয় নিয়ে ঢুকতে পারবেন না। স্টেডিয়াম ছাড়াও খেলোয়াড়দের যাতায়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিএমপির ট্রাফিক বিভাগ থেকে দর্শক এবং খেলা সংশ্লিষ্টদের জন্য বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা মেনে চলার জন্য সিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সিএমপি সূত্রে জানা গেছে, এই লীগটি ইতোমধ্যে ‘বিশেষ নিরাপত্তা অগ্রাধিকার প্রাপ্ত’ হিসেবে বিবেচিত হয়েছে। ফলে খেলোয়াড়দের চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে রাস্তা যানবাহন শূন্য থাকবে। এছাড়াও রাস্তায় কোন ধরনের পার্কিং থাকবে না। এতে নগরবাসীর সাময়িক অসুবিধা হলেও জাতীয় স্বার্থে বিষয়টি বিবেচনার জন্য নগরবাসীকে সিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য ॥ স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে খেলার দর্শকরা হাক্কানি পেট্রোল পাম্প থেকে ফইল্ল্যাতলী বাজার হয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন। স্টেডিয়ামের দক্ষিণ এবং পূর্ব গ্যালারিতে খেলার দর্শকরা অলঙ্কার মোড়স্থ আলিফ হোটেলের সামনের গলি দিয়ে কাস্টমস একাডেমির পেছনের গেট হয়ে স্টেডিয়ামে ঢুকবেন। যদি সম্ভব না হয় তাহলে সাগরিকা মোড় থেকে বিটাক মোড় পর্যন্ত যাবেন। এরপর ডানে মোড় নিয়ে কাস্টমস একাডেমির পেছন গেট দিয়ে স্টেডিয়ামে ঢুকবেন। তবে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা কাস্টমস একাডেমির পেছনের রাস্তায় তাদের গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি ব্যবহারকারীদের জন্য ॥ বিপিএলের স্টিকারযুক্ত খেলোয়াড় এবং খেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাড়িগুলো স্টেডিয়ামের ভেতরে ভিআইপি পার্কিংয়ে পার্কিং করবে। ম্যাচ উপলক্ষে সরকারী ডিউটিতে ব্যবহৃত বিভিন্ন সংস্থার গাড়িগুলো কাস্টমস একাডেমি পর্যন্ত যাবে এবং কাস্টমস একাডেমির মাঠে গাড়িগুলো পার্কিং করবে। কাস্টমস একাডেমি এবং স্টেডিয়ামের অভ্যন্তরে পার্কিংয়ের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছ থেকে স্টিকার সংগ্রহ করতে হবে। স্টিকারবিহীন গাড়ি বিটাক মোড় অতিক্রম না করার জন্য অনুরোধ করা হয়েছে। দর্শকরা যা নিতে পারবেন বা পারবেন না ॥ খেলা উপলক্ষে স্টেডিয়ামে দর্শকরা আগ্নেয়াস্ত্র, ছুরি, খেলনা অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ধাতব রড ও লাঠি জাতীয় দ্রব্য নিয়ে গ্যালারিতে ঢুকতে পারবেন না। এছাড়া খেলোয়াড় বা কোন দর্শককে বিব্রতকর অবস্থায় ফেলতে লেজার পয়েন্টার, আয়না, গ্যাস ফোম ও কোন ধরনের বডি স্প্রে জাতীয় কন্টেনার নিয়ে যেতে পারবেন না। খেলা দেখার সময় কোন ধরনের মাদকদ্রব্য, মদ (এ্যালকোহল) জাতীয় পানীয়, কাচের বোতলসহ কোন পানীয়ও নিতে পারবেন না। তবে তেষ্টা মেটাতে নির্দিষ্ট স্টলে গিয়ে তা সমাধান করতে পারবেন। এছাড়া কোন জীবজন্তু, শিংগা জাতীয় বাদ্যযন্ত্র সঙ্গে নেয়া যাবে না। কোন খাদ্যদ্রব্যও নিতে পারবেন না। কোন বাণিজ্যিক ক্যামেরা ও ভিডিও ক্যামেরা নেয়া যাবে না। তবে ছোট বা শৌখিন ক্যামেরা ও হ্যান্ডিক্যাম নেয়া যাবে। এছাড়া অশ্লীল, রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী বক্তব্য ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক কোন ছবি সংবলিত ব্যানার বা প্রচারণামূলক ব্যানার প্রদর্শন ও বহন করা নিষিদ্ধ।
×