ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আমি সবসময়ই জেতার জন্য খেলি’

প্রকাশিত: ০৬:১৭, ২৩ জুলাই ২০১৬

‘আমি সবসময়ই জেতার জন্য  খেলি’

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার সময়ই তাকে দলে টেনেছিল ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স শার্কস। আইপিএল শেষ করেই সেজন্য ইংল্যান্ড পাড়ি দেয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু বাংলাদেশের এ বাঁহাতি তরুণ পেস বিস্ময় ফিটনেস ঘাটতি ও সামান্য ইনজুরি সমস্যা থাকায় একেবারে শেষ মুহূর্তে যোগ দিয়েছেন সাসেক্সে। বুধবার ইংল্যান্ড পৌঁছে বৃহস্পতিবার রাতেই তিনি খেলেছেন একটি ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের একটি ম্যাচে। সাসেক্সের হয়ে অভিষেকেই বিধ্বংসী বোলিং করে মাত্র ২৩ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দলও জিতেছে বেশ স্বাচ্ছন্দ্যেই। ২৪ রানের জয় পেয়েছে সাসেক্স। শুরুটা জয় দিয়েই করেছেন। ইংল্যান্ড পৌঁছেই এক সাক্ষাতকারে মুস্তাফিজ জানিয়েছিলেন বাংলাদেশ দলের হয়ে যেমন জেতার জন্য খেলেন, তেমনি যেকোন দলের হয়েই সবসময়ই জিততেই খেলেন তিনি। সাকিব আল হাসান (ওরচেস্টারশায়ার) ও তামিম ইকবালের (নটিংহ্যামশায়ার) পর তৃতীয় বাংলাদেশী হিসেবে কাউন্টি অভিষেক হওয়ায় মুস্তাফিজ সাসেক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে জানান তিনি পেস সহায়ক উইকেটে বোলিং করে নতুন অভিজ্ঞতা অর্জন ও শিখতে চান। সেজন্য বাংলাদেশের ভক্ত-সমর্থকদের দোয়া কামনা করেছেন তিনি। পেস সহায়ক উইকেটে শেখার সুযোগ- মুস্তাফিজুর রহমান ॥ সাসেক্সকে ধন্যবাদ আমাকে নেয়ার জন্য। এখানকার আবহাওয়া বেশ ভাল এবং উপমহাদেশের আইপিএলে আগে খেলেছি সেখানকার চেয়ে অনেকটাই ঠা-া। আমি অনেক বড় ভাইদের সঙ্গেই কথা বলেছি যারা আগে ইংল্যান্ডে খেলেছেন। এখন আমি এই নতুন পরিবেশে খেলার জন্য এবং পেস বোলারদের জন্য সহায়ক এই উইকেটগুলোতে কিছু শেখার জন্য উন্মুখ হয়ে আছি। প্রথমবার কাউন্টিতে খেলার অভিজ্ঞতা- মুস্তাফিজ ॥ এর আগে সাকিব ভাই খেলেছিলেন। আমি তিন নম্বর বাংলাদেশী হিসেবে কাউন্টি ক্রিকেট খেলতে আসছি। আর সাসেক্সের হয়ে আমিই প্রথম। সেজন্য আমি বেশ উত্তেজনা বোধ করছি এবং অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষা করছি। সাসেক্সের হয়ে লক্ষ্য- মুস্তাফিজ ॥ আমি সবসময়ই জেতার জন্য খেলি। সেটা বাংলাদেশের জন্য হোক কিংবা যেকোন দলের জন্যই হোক। আমি প্রথমদিকের ম্যাচগুলো খেলতে পারিনি। কিন্তু খেলার সুযোগ পেলে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব এবং আশা করি আমরা এই শেষ ম্যাচগুলো জিতে কোয়ার্টার ফাইনালে উঠতে পারব। বাংলাদেশের ক্রিকেট ভক্ত-সমর্থক- মুস্তাফিজ ॥ বাংলাদেশের সমর্থকরা এবং আমার ভক্তরা সবসময়ই খুবই সমর্থন দেন আমাকে। তারা আমাকে নিয়ে মেতে থাকে। সাসেক্সের হয়ে খেলব এ বিষয়টি নিয়ে পুরো বাংলাদেশই বেশ মাতোয়ারা। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য শুভকামনা করবেন সাসেক্স শার্কসের হয়ে আগামী ম্যাচগুলোর জন্য।
×