ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় বাণিজ্যমন্ত্রী

ঘরে ঘরে সন্ত্রাস বিরোধী দুর্গ গড়ে তুলুন

প্রকাশিত: ০৫:৪১, ২৩ জুলাই ২০১৬

 ঘরে ঘরে সন্ত্রাস বিরোধী দুর্গ  গড়ে তুলুন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ জুলাই ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোন কিছুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। ১০টা দেশ আগামীতে অর্থনৈতিকভাবে বিশ্বে উন্নতি লাভ করবে। এই ১০টির মধ্যে বাংলাদেশ একটা। এই অগ্রযাত্রার সমস্ত ষড়যন্ত্রকে আমরা নির্মূল করে বাঙালী জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াব। শুক্রবার দুপুরে ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুর ৪নং গ্যাস কূপের ওয়ার্কওভার কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজসম্পদ সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রো বাংলার চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহমেদ, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান, ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। মন্ত্রী বলেন, যারা ৯৩ দিন ধ্বংসযোগ্য চালিয়ে আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল। যারা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল তারাই বিভিন্ন নামে এ সমস্ত জঙ্গী কার্যক্রম চালাচ্ছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে চিহ্নত করেছে কারা এসবের সঙ্গে জড়িত। ৭১ সালে যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলেন, তেমনি এখন ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তুলুন। কেউ যাতে সন্ত্রাসী কর্মকা- করতে না পারে। বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, ভোলা হবে ইকোনমি জোন। আর ভোলাকে রক্ষায় নদী ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রী দেড় হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। নবেম্বর থেকে এক সঙ্গে সব এলাকার কাজ শুরু হবে।
×