ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শহীদ মিনারে শিরিন বানুর প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ০৫:৪১, ২৩ জুলাই ২০১৬

শহীদ মিনারে শিরিন বানুর প্রতি শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নেত্রী শিরিন বানু মিতিলের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। শুক্রবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর উল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকীসহ মরহুমার আত্মীয়-স্বজন প্রমুখ। এ সময় তারা শিরিন বানু মিতিলের দীর্ঘ কর্মময় জীবন, মুক্তিযুদ্ধকালীন তার সাহসী কর্মকা-ের স্মৃতিচারণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিতিলের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে দাফনের জন্য নেয়া হয়। পাবনা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শিরিন বানু মিতিল সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, মহিলা পরিষদসহ নানা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন শিরিন বানু মিতিল। ১৯৫১ সালের ২ সেপ্টেম্বর পাবনা জেলায় মহিয়সী এই নারীর জন্ম। বাবা খোন্দকার শাহজাহান মোহাম্মদ ও মা সেলিনা বানু। বাবা-মা দুজনই বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের এমপিও হন সেলিনা বানু। শিরিন বানু মিতিলের বৃহত্তর পরিবারের প্রায় সকলেই প্রগতিশীল নানা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার পরিবারের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নেন। শহীদ মিনারে মিতিলের কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ॥ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, শুক্রবার বাদ মাগরিব কুমিল্লা নগরীর কাঁটাবিল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পারিবারিক কবরস্থানে মিতিলের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা টাউনহল মাঠে তার জানাজা হয়। এতে কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের দফতর সম্পাদক মেজর শেখ দলিলুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা ওমর ফারুকসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজার আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেল চারটায় তার মরদেহ ঢাকা থেকে কুমিল্লায় আনা হয়।
×