ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে বিএনপির কোন অস্তিত্ব নেই ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ জুলাই ২০১৬

দেশে বিএনপির  কোন অস্তিত্ব  নেই ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদ- দিয়েছে হাইকোর্ট। এ রায়ের পর রাস্তায় বিএনপি কিংবা তারেকের পক্ষে দশজনও নামেনি। এ ঘটনা এটাই প্রমাণ করে, দেশে বিএনপির কোন অস্তিত্ব নেই। তাই আগামী নির্বাচনে লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে এবং সে নির্বাচনে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের একটি রেস্তরাঁর মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা সভায় এরশাদ এসব কথা বলেন। উল্লেখ্য, ব্যক্তিগত সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। আজ তাঁর দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাবেক এ রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে আইএস বা জঙ্গী নেই। স্থানীয় কিছু বিপথগামী ছেলে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। শেখ হাসিনা এসব নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি সংসদে জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছি। আশা করি শেখ হাসিনা আমার কথা রাখবেন। এরশাদ বলেন, আমার সময় বাংলাদেশের হিন্দুরা নিরাপদে ছিলেন, আমি ছিলাম অসাম্প্রদায়িক। জাতীয় পার্টি ক্ষমতায় এলে তারা আরও নিরাপদ থাকবেন। কখনও কোন সমস্যা হবে না। কারণ জাতীয় পার্টি সংঘাত, সন্ত্রাস ও সহিংসতা বিশ্বাস করে না। তাই জাতীয় পার্টিকে এখনও মানুষ ভালবাসে। ভোট দেয়। বর্তমান সঙ্কটে প্রবাসীদের শেখ হাসিনার পাশে থাকার কথা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশ এগিয়ে যাবে। নানা প্রতিকূলতার মধ্য দিয়েও দিন দিন বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এটাই সবচেয়ে আশার কথা। তাই আমি মনে করি, ব্যবসায়ী যারা আছেন তারা বাংলাদেশে বিনিয়োগ করবেন। দেশের উন্নয়নে শামিল হোন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ান। সমস্যা কিছু থাকবেই। সব দেশেই এখন কিছু না কিছু সমস্যা আছে। আমরাও এর বাইরে নই। তিনি মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তাদের জন্য নানা উদ্যোগ নেয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, নাসরিন জাহান রতœা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, দলের কোষাধ্যক্ষ মেজর (অব) খালেদ আকতার ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এছাড়াও জাতীয় পার্টির স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেনÑ সাবেক এমপি লিয়াকত আলী, প্রধান সমন্বয়কারী আব্দুর নূর ভূঁইয়া, উপদেষ্টা মাহবুবুর রহমান, সহ-সভাপতি হারিছ চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান অনিক, মোঃ লুৎফুর রহমান, আলতাফ হোসেন, আশেক বারী টুটুল, শাজাহান সাজু, শুভঙ্কর গাঙ্গুলি প্রমুখ।
×