ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চিনির দাম আবার বেড়েছে

প্রকাশিত: ০৫:৩৫, ২৩ জুলাই ২০১৬

চিনির দাম আবার বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আবার বেড়েছে চিনির দাম। মানভেদে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। শ্রাবণের বর্ষণে দেশের কোথাও কোথাও বন্যা দেখা দেয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত ও বীজতলা। ইতোমধ্যে মরিচসহ সবজির দাম বেড়ে গেছে। সাগর-নদীতে ধরা পড়ছে ইলিশ। সেই ইলিশের দেখা বাজারে মিললেও দামে তেমন কোন প্রভাব পড়েনি। মাঝারি সাইজের প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে ১২শ’ থেকে দেড় হাজার টাকা। এছাড়া চাল, ডাল, ভোজ্যতেল ও আটার দাম স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫-১৫০ টাকায়। এছাড়া আদার দাম কমেছে। সব ধরনের মাছ, মাংস ও ডিম বিক্রি হচ্ছে আগের দামেই। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার ও ফকিরাপুল বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। জাত ও মানভেদে প্রতিকেজি পেঁয়াজ ৩৫-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। রসুন ১৪০-১৮০ এবং আদা ৫০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এদিকে, পুরো রমজানজুড়ে বাড়তি দামে বিক্রি হয়েছে চিনি। সেই চিনির দাম এখনও কমছে না। এতে ভোক্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। চিনির পাইকারি বিক্রেতারা বলছেন, মিল মালিকদের কারসাজির কারণে চিনির দাম কমছে না। পরিশোধিত ও অপরিশোধিত চিনির শুল্কহার সমান করা হলে মিল মালিকদের কারসাজি কমতে পারে বলে মনে করেছেন তারা।
×