ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিখোঁজ ১০ যুবকের সন্ধান

প্রকাশিত: ০৫:৩৫, ২৩ জুলাই ২০১৬

নিখোঁজ ১০ যুবকের সন্ধান

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজদের মধ্যে ১০ যুবকের সন্ধান মিলেছে। এদের মধ্যে তিনজন বিদেশে। অন্যরা দেশেই অবস্থান করছে। সন্ধান পাওয়া যুবকদের অনেকেই পরিবারের সঙ্গে সশরীরে যোগাযোগ করেছে। আবার কেউ কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে ফেসবুকের মাধ্যমে। জানা গেছে, নিখোঁজ মেহেদী হাসান নামের এক যুবককে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে পুলিশ। হাসান ইতালিতে পড়াশুনা করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। মেহেদী তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তার পিতা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান। এছাড়া সাইফুল ইসলাম শাকিল, এস এম তাহসান, বাদশা আলী মোস্তফা কামাল, রাশেদ গাজী, মামুন মিয়া, জিলানী ওরফে আবু জিদালের খোঁজ মিলেছে পুলিশ ও তাদের পরিবার। বাংলা নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে। প্রসঙ্গত, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গী হামলার পর সারাদেশে সন্দেহভাজন নিখোঁজদের তালিকা প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই স্বজনদের সঙ্গে যোগাযোগ করে দশ যুবক। র‌্যাবের হিসাব অনুযায়ী, সারাদেশে নিখোঁজের তালিকায় রয়েছে ২৬১ জন। যোগাযোগকারী দশ যুবক কেন নিখোঁজ ছিল সে বিষয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, নিখোঁজদের তালিকা প্রকাশের পর বেশ কয়েকজন ফিরে আসার খবর মিলেছে। বিষয়টি যাচাইবাছাই করে দেখা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে যারা নিখোঁজ রয়েছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। কি কারণে তারা নিখোঁজ, সে বিষয়টির অনুসন্ধান করা হচ্ছে। জঙ্গী তৎপরতায় জড়িয়ে যারা নিখোঁজ হয়ে বিদেশে চলে গেছেন, তাদের দেশে ফেরার আহ্বানও জানান তিনি। যারা দেশেই আত্মগোপনে থেকে জঙ্গী কর্মকা-ে জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের বিষয়ে তদন্ত চলছে।
×