ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় এয়ারফোর্সের কার্গো বিমান ২৯ আরোহী নিয়ে নিখোঁজ

প্রকাশিত: ০৫:৩৫, ২৩ জুলাই ২০১৬

ভারতীয় এয়ারফোর্সের কার্গো বিমান ২৯ আরোহী নিয়ে  নিখোঁজ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ নামের একটি পণ্যবাহী বিমান ২৯ জন আরোহী নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়েছে। আরোহীদের মধ্যে বেশিরভাগই সেনা সদস্য। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বিমানটি চেন্নাইয়ের তাম্বারাম বিমান ঘাঁটি থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের ১৬ মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর এনডিটিভি ও বিবিসির। বেলা ১১টা ৪৫ মিনিটে বিমানটির গন্তব্যে অবতরণের কথা ছিল। বিমানটির খোঁজে বঙ্গোপসাগর এলাকায় ভারতীয় বিমান, নৌ ও কোস্টগার্ডের ১২টির বেশি জাহাজ কাজ করছে। একটি সাবমেরিনও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ডিকে শর্মা শুক্রবার বিকেলে বলেন, এএন-৩২ বিমানটি নিখোঁজ রয়েছে। তিনি বলেন, উড্ডয়নের ১৬ মিনিটের মাথায় বিমানটি থেকে শেষ সঙ্কেত আসে। তখন বিমানটির চালক বলেন, সবকিছু স্বাভাবিক রয়েছে। বিমানটিতে একটি জরুরী বাতি রয়েছে, যার মাধ্যমে এটির অবস্থান জানা সম্ভব হয়। এটি সাধারণত বিধ্বস্ত হলেই চালু হয়। দেশটির বিমান বাহিনীতে শতাধিক এএন-৩২ মডেলের বিমান রয়েছে। এই বিমানগুলো পুনরায় জ্বালানি সংগ্রহ ছাড়া এক নাগাড়ে চার ঘণ্টা উড়তে পারে।
×