ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইএসের পক্ষে সদস্য সংগ্রহ ॥ জাকির নায়েকের সহযোগী আটক

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ জুলাই ২০১৬

আইএসের পক্ষে সদস্য সংগ্রহ ॥ জাকির নায়েকের সহযোগী আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে সদস্য সংগ্রহের অভিযোগে জাকির নায়েকের এক সহযোগীকে আটক করেছে ভারতের পুলিশ। বুধবার রাতে কেরল পুলিশ ও মহারাষ্ট্র সন্ত্রাস বিরোধী স্কোয়াড নাভি মুম্বাই এলাকা থেকে আরশিদ কুরেশি নামে জাকির নায়েকের এই সহযোগীকে আটক করে। তার বিরুদ্ধে তরুণদের মগজধোলাইয়ের মাধ্যমে আইএসে ভেড়ানোর অভিযোগ রয়েছে। আরশিদ কুরেশি ২০০৪ সাল থেকে জাকির নায়েকের ইসলামিক রিসার্স ফাউন্ডেশনের (আইআরএফ) জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন বলে পুলিশ সূত্র মনে করছে। এই প্রতিষ্ঠানে তিনি ৪৪ হাজার টাকা বেতন পেতেন। কেরলে নিখোঁজ ১৫ তরুণের মধ্যে একজনের বাবা গত মাসে এই আরশিদ কুরেশির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মনে করা হচ্ছে, নিখোঁজ এই ১৫ তরুণ আইএসে যোগ দিয়েছে। আর এর পেছনে কলকাঠি নেড়েছেন আরশিদ। খবরে বলা হয়েছে, এই প্রথম জাকির নায়েকের কোনও সহযোগীকে এ সংক্রান্ত অভিযোগে আটক করা হলো। অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি আইআরএফ কর্তৃপক্ষ। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। এবিন জেকব নামে ২৫ বছর বয়সী কেরলের এক যুবক কোচির পুলিশকে জানায়, আরশিদ এবং আমার বোনজামাই বেস্তিন ভিনসেন্ট ওরফে ইয়াহিয়া আমাকে ধর্মান্তরিত করে আইএসে পাঠানোর জন্য জোর করেন। এবিন জেকবের বোন মেরিন ওরফে মরিয়াম এবং বোনজামাই ইয়াহিয়া বর্তমানে নিখোঁজ রয়েছেন। ওই যুবকের বক্তব্য অনুযায়ী, পুলিশ ইয়াহিয়া এবং আরশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে বুধবার রাতে নাভি মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে হানা দিয়ে আরশিদকে আটক করা হয়। তাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
×