ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘কাটার বয়ে’র দারুণ শুরু কাউন্টিতে

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ জুলাই ২০১৬

‘কাটার বয়ে’র দারুণ শুরু কাউন্টিতে

স্পোর্টস রিপোর্টার ॥ তিনি এক মূর্তিমান আতঙ্ক! ব্যাটসম্যান যেমনই হোক না কেন, কেউ যদি তাকে আগে মোকাবেলা করার অভিজ্ঞতা অর্জন না করে থাকেন সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান ভয়াবহ। সেটাই প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের তরুণ পেস বিস্ময় মুস্তাফিজ। বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্স শার্কসের হয়ে অভিষেক ঘটেছে তারা। এসেক্সের বিপক্ষে ম্যাচে বিভীষিকাময় বোলিং করে মাত্র ২৩ রানে ৪ উইকেট শিকার করে সাসেক্সকে ২৪ রানের জয় পাইয়ে দিয়েছেন। এমন রঙ্গিন অভিষেকের পুরস্কার হিসেবে হয়েছেন ম্যাচসেরা। খেলতে নামার আগেই মুস্তাফিজ ঘোষণা দিয়েছিলেন তিনি জেতার জন্যই খেলেন। সেটাকে সত্য প্রমাণ করলেন। ‘কাটার’ বয়ের এমন দুর্দান্ত শুরুর পর দলের অধিনায়ক লুক রাইট এবং আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি প্রশংসায় ভাসিয়েছেন মুস্তাফিজকে। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে সাসেক্স। জবাব দিতে নেমে মুস্তাফিজের সুইং ও কাটারের সামনে কুলিয়ে উঠতে পারেনি এসেক্স ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি করতে পারেনি। রবি বোপারা, জেমস ফস্টার, কালাম টেইলর ও রায়ান টেন ডয়েসচেটকে আউট করে দেন মুস্তাফিজ। আবার একটি ক্যাচও লুফে নেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট। এর মধ্যে ফস্টার ও টেইলরকে সরাসরি বোল্ড করে দেন তিনি। পুরো ম্যাচের সেরা ইকোনমি রেট (৫.৭৫) ও সর্বাধিক ১৫ ডট বল করেন মুস্তাফিজ। ষষ্ঠ ওভারে প্রথম বল হাতে নিয়ে মাত্র ৪ রান এবং ১৬তম ওভারে আবার ফেরেন। শুরু হয়ে যায় কাটার বিস্ময়ের তা-ব। মাত্র ১২ রান দিয়ে অভিজ্ঞ রবি বোপারার উইকেট নেন। ১৮তম ওভারের তৃতীয় বলে ফস্টার ও ষষ্ঠ বলে টেইলরকে বোল্ড করে দেন ভয়ানক কাটারে। শেষ ওভারে চাপের মুখে থাকা এসেক্স ১০ রান তুলে নেয়, কিন্তু তিনি তুলে নেন ডয়েসচেটের উইকেট। জয়ের পর সাসেক্স অধিনায়ক লুক রাইট বলেন, ‘সে কি করতে যাচ্ছে, সেটা বুঝতে পারা অনেক কঠিন। অনুশীলনের সময় আমরা চেষ্টা করছিলাম তার সঙ্গে কাজ করতে। কিন্তু পারিনি। আগে না দেখে তার মুখোমুখি হওয়াটা সহজ নয়। ও বুধবার রওনা দিয়েছে। সোজা এখানে এসে এমন বোলিং নৈপুণ্য দেখিয়েছে। আমাদের দলে ও সত্যিই অনেক স্পেশাল।’ সাসেক্সের সামনে এখন প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে শুক্রবারই সারে আর ২৮ জুলাই গ্ল্যামারগানের বিপক্ষে ম্যাচ আছে। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। এ বিষয়ে মুস্তাফিজ আগেই সাক্ষাতকারে বলেছিলেন, ‘আমি সবসময়ই জেতার জন্য খেলি। সেটা বাংলাদেশের জন্য হোক কিংবা যেকোন দলের জন্যই হোক। আমি প্রথমদিকের ম্যাচগুলো খেলতে পারিনি। কিন্তু খেলার সুযোগ পেলে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব এবং আশা করি আমরা এই শেষ ম্যাচগুলো জিতে কোয়ার্টার ফাইনালে উঠতে পারব।’ আর এমন জয়ের পর দারুণ খুশি রাইট আরও বলেন, ‘মুস্তাফিজের জন্য অপেক্ষা করার ফল পেলাম। হেরে গেলে আমাদের জন্য টুর্নামেন্টই শেষ হয়ে যেত। এখনও আমাদের বেশ সুযোগ আছে। ওভালে দারুণ এক দলের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। পরের সপ্তাহে হোভে গ্ল্যামারগনের
×