ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে হাজতির মৃত্যু

প্রকাশিত: ০৪:২৭, ২৩ জুলাই ২০১৬

মুন্সীগঞ্জে হাজতির  মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলাখানার এক হাজতির শুক্রবার মৃত্যু হয়েছে। আব্দুল করিম (৩৫) নামের এ যুবককে অসুস্থ অবস্থায় জেলখানায় পাঠানো হয় বলে জেলার জানিয়েছেন। পরে বৃহস্পতিবার বুকে প্রচ- ব্যথা অনুভব করলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। করিম সদর উপজেলার আধারিয়া তলা গ্রামের জুলহাস খানের ছেলে। তার অনুজ আঃ সালাম খান একই কারাগারে পৃথক মামলায় বন্দী। আব্দুল করিমের স্ত্রী ময়না বেগম জানান, পার্শ্ববর্তী মোঃ শামীমের ভবন তৈরি করা হচ্ছিল। সেখানে তার স্বামী অন্যদের সঙ্গে পিকনিকের টাকা চেয়েছিল। পরে শামীম ও তার ভায়রা খোরশেদ আলম তাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে নির্মমভাবে মারপিট করে পুলিশে সোপর্দ করে। পুলিশের এক দারোগা নির্যাতন করে কানের লতির একাংশ ছিঁড়ে ফেলে। ১০ জুলাইয়ের এ ঘটনায় চাঁদাবাজি মামলা দিয়ে হাজতে পাঠায় ১১ জুলাই। ময়না বেগম জানান, এ মারপিটের কারণে তার বুকের হাড় ভেঙ্গে, কানের লতির একাংশ ছিঁড়ে গুরুতর অসুস্থ ছিল। পরে জেলারের প্রচেষ্টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। জেলখানায় থাকা দেবর সালাম খানের বরাত দিয়ে জানান, পেটের অসহ্য ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসক বলছিল কিছুই হয়নি। ইনজেকশন দেয়ার পর অসুস্থ করিম তার ভাইয়ের হাত ধরে বলছিলেন, ‘আমি চোখে কিছুই দেখছি না, বেশিক্ষণ বাঁচব না, আমার সন্তানগুলোকে দেখে রাখিস ভাই।’
×