ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্যুর দুই মাস পর হত্যা মামলার আসামি

প্রকাশিত: ০৪:২৭, ২৩ জুলাই ২০১৬

মৃত্যুর দুই মাস পর হত্যা মামলার আসামি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মরে গিয়েও শান্তি পেলেন না আশরাফুল আলম। দু’মাস আগে বিদ্যুতস্পৃষ্টে মারা গেছেন তিনি। কিন্তু গত মঙ্গলবার কথিত বন্দুকযুদ্ধে নিহত আজিজুর রহমান নেছার মারা যাওয়ার ঘটনায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আশরাফুল আলম যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলার শফিয়ার রহমানের ছেলে। তিনি কথিত বন্দুকযুদ্ধে নিহত ডাকাত আজিজুর রহমান নেসারের সহযোগী ছিলেন। গত ১৯ মে বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে তিনি মারা যান। তার মৃত্যুর দুই মাস পর গত মঙ্গলবার রাতে পূর্ব বারান্দীপাড়া লিচুতলা ব্রিজ এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হন নেছার। পুলিশের ভাষ্য, শীর্ষ মাদক বিক্রেতা আবু তালেব গাজী এবং সুলতানপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী বায়েজিদের মধ্যে বন্দুকযুদ্ধে নেছার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানার এসআই অরুণ কুমার দাস বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় ২৩ আসামির মধ্যে আশরাফুল আলম সাত নম্বর আসামি। সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারেন স্বজনরা। কান্নাজড়িত কণ্ঠে মৃত আশরাফুলের স্ত্রী পারুল বলেন, তার স্বামী দুই মাস আগে মারা গেছেন। এখন আবার মামলার আসামি কিভাবে হয়? তিনি আরও বলেন, মরে গিয়েও কি পুলিশের হাত থেকে রক্ষা নেই? এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই অরুণ বলেন, সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে আমরা মামলা দিয়েছি। এটা কোন সমস্যা নয়। আদালতে এটা সংশোধনের সুযোগ রয়েছে।
×