ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৪:২৭, ২৩ জুলাই ২০১৬

আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

বুধবার সকালে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে ১৮তম (পুরুষ) ও ৮ম (মহিলা) নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মেজর জেনারেল মিজানুর রহমান খান এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। বাহিনীর অতিরিক্ত মহাপচিালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আলম এনডিসি, পিএসসি, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল কেএম ফেরদাউসুল শাহাব, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক (একাডেমি) ড. ফোরকান উদ্দিন আহাম্মদ ও উপ-মহাপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাসসহ সদর দফতর, ঢাকা রেঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন এবং একাডেমির সকল পরিচালক ও উর্ধতন কমর্ককর্তাগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি আজ ইউজিসির মতবিনিময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিশ^বিদ্যালয়সমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গী কার্যক্রম নির্মূলে কার্যকরী পন্থা খুঁজে বের করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি আজ শনিবার বিকেল ৩টায় দেশের পাবলিক বিশ^বিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সিনিয়র শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকায় মতবিনিময় করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। Ñ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ভার্সিটিতে ল্যাব উদ্বোধন বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের যুগোপযোগী ও প্রযুক্তিগত আধুনিক শিক্ষা প্রদানের লক্ষ্যে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বুধবার ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে উদ্বোধন করা হয় অত্যাধুনিক টেকনোলজি ল্যাব এবং বিজনেস ক্লাস ও করিডরের। সন্ধ্যায় ফিতা কেটে বিজনেস ক্লাস ও করিডরের উদ্বোধন করেন এ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান এবং আধুনিক টেকনোলজি ল্যাবের উদ্বোধন করেন বিওটি সদস্য ইঞ্জিঃ মশিহ উর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার, বিওটি সদস্য কাজী মোজাহার আলী, টিপি বিশ্বাস, স্থপতি ইকবাল হাবিব, শাহনীলা আজহার, কাজী শিহাব আজহার, ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ কামরুল হাসান এবং উপদেষ্টা প্রফেসর ড. এম. তামিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। Ñবিজ্ঞপ্তি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে ওরিয়েন্টেশন বৃহস্পতিবার ডিআইএ মিলনায়তনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন ফিউটার লিডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী এম আহমেদ ও ইতিহাদ এয়ারওয়েজ, বাংলাদেশের মহাব্যাবস্থাপক হানিফ জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন ডিআইএ উপ-পরিচালক সরোয়ার হোসেন মোল্লা । Ñবিজ্ঞপ্তি
×