ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় সাগরে ভেসে গেছে শিক্ষার্থী প্লাবন

প্রকাশিত: ০৪:২৬, ২৩ জুলাই ২০১৬

কুয়াকাটায় সাগরে ভেসে গেছে শিক্ষার্থী প্লাবন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ জুলাই ॥ কুয়াকাটায় উত্তাল সাগরে গোসলে নেমে ভেসে গেল প্লাবন আহম্মেদ (১৮) নামের এক শিক্ষার্থী পর্যটক। শুক্রবার দুপুরে প্লাবন ভেসে গেলে বিকেল পৌনে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্লাবন নিখোঁজ রয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন নিখোঁজ প্লাবনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, প্লাবনের বাড়ি মাগুরা জেলার বেলনগর উপজেলায়। তার বাবার নাম মোশাররফ হোসেন। কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই রেজাউল জানান, প্লাবন বৃহস্পতিবার তার বন্ধু নেওয়াজের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসে। এ সময় তারা স্থানীয় হোটেল সানফ্লাওয়ারে অবস্থান করে। মাগুড়ার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে প্লাবন এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। দুপুরে শুধুমাত্র টিউব ধরে উত্তাল ঢেউয়ে সাতার কাটতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় প্লাবন।
×