ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জীবন ফিরে পেলেও স্ত্রী পেলেন না এক প্রবাসী

প্রকাশিত: ০৪:২৬, ২৩ জুলাই ২০১৬

জীবন ফিরে পেলেও স্ত্রী পেলেন না এক প্রবাসী

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২২ জুলাই ॥ খুনের দায়ে শিরñেদপ্রাপ্ত আবুবকর ছিদ্দিক সৌদি সরকারের অনুকম্পায় মুক্তি পেয়ে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আসমান্দিরচর গ্রামের আবুবকর ছিদ্দিকের বাড়িতে এখন আনন্দের বন্যা বইছে। শুক্রবার বাদ জুমা স্থানীয় মসজিদের মুসল্লিদের মধ্যে খাবার বিতরণসহ আত্মীয়স্বজনদের ভূরিভোজ করানো হয়েছে। আবুবকর ছিদ্দিক ২০০১ সালে একই উপজেলার শান্তিরভাওলা গ্রামের মাইনউদ্দীনের মেয়ে মাছুদাকে বিয়ে করে ২০০২ সালে চাকরি নিয়ে সৌদি আরব চলে যায়। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী বিন আবদুল্লাহ বিন মাহমুদ নামে সৌদি বাসিন্দাকে ছুরিকাঘাতে খুন করে আবুবকর ছিদ্দিক। পুলিশ তাকে গ্রেফতার করে রিয়াদ আম্মা আদালতে হাজির করে। আদালত আবুবকর ছিদ্দিকের স্বীকারোক্তি মোতাবেক তার শিরñেদের আদেশ দেয়। নিহতের ভাই মামলার বাদী আবদুর রহমান আবদুল্লাহ বিন মোহাম্মদ আসামির কাছে বাংলাদেশের ৬ কোটি টাকা জরিমানা দাবি করেন। ওই টাকা দিতে রাজি হয় আবুবকর ছিদ্দিক। কিন্তু তিন বছর অতিক্রম হলেও সে টাকা পরিশোধ করতে পারেনি। দেশের বিভিন্ন মিডিয়ায় ঘটনাটি প্রকাশিত হলে সরকারসহ সৌদি আরবে কর্মরত অনেকেই সহানুভূতি দেখায়। ঘটনার তিন বছর চার মাস পর মামলার বাদী আবদুর রহমান আবদুল্লাহ বিন মোহাম্মদ সৌদি সরকার ও আদালতের কাছে বিবাদী আবুবকর ছিদ্দিকের মুক্তির আবেদন জানান এবং নিজে তাকে ক্ষমা প্রদর্শন করেন। সৌদি সরকার তাকে ক্ষমা প্রদর্শন করে বৃহস্পতিবার বাংলাদেশে পাঠিয়ে দেয়। এর মধ্যে ২০১২ সালের অক্টোবরে ছিদ্দিকের স্ত্রী মাছুদা বেগম অন্যত্র বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে।
×