ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে নজরদারিতে আসছে ভাড়াটিয়ারা ॥ তথ্য সংগ্রহ

প্রকাশিত: ০৪:২৫, ২৩ জুলাই ২০১৬

যশোরে নজরদারিতে আসছে ভাড়াটিয়ারা ॥ তথ্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ টার্গেট কিলিং, সন্ত্রাস ও জঙ্গী হামলা রুখতে যশোরের সব ভাড়াটিয়াদের তথ্য চেয়েছে পুলিশ। ২১ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে বাড়ির মালিকদের থানার নির্দিষ্ট ফরমে এই তথ্য দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে ২৮ জুলাই পর্যন্ত কেউ তথ্য দিতে এলে গ্রহণ করবে পুলিশ। এজন্য পুলিশের পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে। পুলিশের এ কাজে সহযোগিতা না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন। থানা সূত্রমতে, শহর ও শহরতলীতে যারা ভাড়া থাকেন তাদের তথ্য সংগ্রহ করে নজরদারি করা হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে এ কৌশল নিয়েছে পুলিশ। বিশেষ করে যারা ব্যাচেলর ও বিভিন্ন মেসে থাকেন তাদের তথ্য জানা দরকার বলে মনে করছে পুলিশ। এ জন্য থানার কম্পিউটার সেকশনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ওবায়দুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। তার কাছ থেকে বিনামূল্যে ফরম সংগ্রহ করতে হবে। ওই ফরমে বাড়িওয়ালার তথ্যও দিতে হবে। আর তার বাড়ি যে ব্যক্তি ভাড়া নিয়েছেন তিনিসহ তার পরিবারের সদস্যদের পুরো পরিচয় মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বরসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করতে হবে। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, যে বাড়িওয়ালা তথ্য দিবে না তার বাড়িতে সন্ত্রাসী থাকলে বা কেউ অপরাধ করলে তাকে ধরে আনা হবে। যে বাড়িওয়ালা তথ্য দেবে না তার বাড়িতে সন্ত্রাসী থাকলে বা কেউ অপরাধ করলে তাকে ধরে আনা হবে।
×