ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যহাতি উদ্ধারে কাজিপুরের চরে বন কর্মকর্তারা

প্রকাশিত: ০৪:২৫, ২৩ জুলাই ২০১৬

বন্যহাতি উদ্ধারে  কাজিপুরের চরে  বন কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বন্যার পানিতে ভারত থেকে ভেসে আসা সেই বন্যহাতিটি উদ্ধারে ঢাকার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি প্রতিনিধি দল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরছিন্না এলাকায় পৌঁছেছে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকোপার্কের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বন বিভাগের প্রতিনিধি দল ট্র্যাঙ্কুলাইজারসহ বন্যপ্রাণী উদ্ধারের যন্ত্রপাতি নিয়ে কাজিপুরে আসে। শুক্রবার সকালেই ছিন্নারচর এলাকায় যেখানে হাতিটি অবস্থান করছে সেখানে পৌঁছেছে। তাদের সঙ্গে সিরাজগঞ্জের ফরেস্ট অফিসার নুরুল ইসলামও রয়েছেন। অপরদিকে ডিএফও (পাবনা) মোঃ আলাউদ্দিন ঘটনাস্থলে যান। ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে বলেন, আমরা এখন সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছি। অজ্ঞান করার জন্য ট্র্যাঙ্কুলাইজার মেশিন আনা হয়েছে। দুর্গম চরাঞ্চলে হাতিটি অবস্থান করায় অজ্ঞান করার পর এটিকে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। তবে নদীর কাছাকাছি নিয়ে যেতে পারলে জাহাজে করে বহন করা সম্ভব হবে। তিনি আরও জানান, ভারতীয় বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছলে হাতিটি তাদের কাছেই হস্তান্তর করা হবে।
×