ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় বরফ সঙ্কট ॥ ইলিশ মজুদ বিঘ্নিত

প্রকাশিত: ০৪:২৪, ২৩ জুলাই ২০১৬

কলাপাড়ায় বরফ সঙ্কট ॥ ইলিশ মজুদ বিঘ্নিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ জুলাই ॥ মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরে এ্যামোনিয়া গ্যাসের অভাবে ২৪ বরফকল বন্ধ হয়ে গেছে। ফলে শত শত ট্রলার মালিক ইলিশ শিকারে জেলেদের সাগরে পাঠাতে পারছে না। ২৮টি বরফকলের ২৪টি বন্ধ থাকায় বরফ সঙ্কটে জেলেসহ ইলিশ মাছের আড়ত ও ফিশিংবোট মালিকরা চরম বিপাকে পড়েছে। ন্যায্যমূল্যে এ্যামোনিয়া গ্যাস সরবরাহের দাবিতে শুক্রবার দুপুরে মহিপুর-আলীপুর বরফকল মালিক সমিতি কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। লিখিত বক্তব্য পাঠ করেন সাগরকন্যা বরফকলের ম্যানেজার বিপুল গুহ। তিনি জানান, এ্যামোনিয়া গ্যাসের সঙ্কটে তারা বরফকল চালু করতে পারছেন না। এখন ইলিশের ভরা মৌসুমে যেখানে বরফের চাহিদা রয়েছে পাঁচ-ছয় হাজার ক্যান, সেখানে চার-পাঁচটি বরফকল চালু থাকায় উৎপাদন হচ্ছে মাত্র দুই হাজার ক্যান। বিপুল জানান, যেখানে এক বোতল এ্যামোনিয়া গ্যাস তারা পাঁচ-ছয় হাজার টাকায় কিনতেন তা এখন ১৫-১৬ হাজার টাকায় পাচ্ছেন না। তিনি এও জানান, সংশ্লিষ্ট ডিলারদের সঙ্গে যোগাযোগ করলে তারা গ্যাস নেই বলে জানিয়ে দিয়েছে। ফলে বরফ সঙ্কটে একদিকে ইলিশ আহরণ বিঘিœত হচ্ছে অপরদিকে আহরিত ইলিশের গুণগতমান বজায় রাখা সম্ভব হচ্ছে না। তারা দ্রুত এ্যামোনিয়া গ্যাস সঙ্কটের সমাধান চেয়েছে। অপরদিকে মহিপুর ইলিশ আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস জানান, মাত্র চার-পাঁচটি বরফকল চালু থাকায় একদিকে এক শ’ দশ টাকা ক্যানের বরফ কিনতে হচ্ছে দেড় শ’ টাকায়। অপরদিকে তিন-চার দিন ঘাটে অপেক্ষা করে একেকটি ট্রলারকে বরফ বোঝাই করতে হচ্ছে। বর্তমানে বরফ সঙ্কটে ইলিশের বিখ্যাত মোকাম মহিপুর-আলীপুরে ইলিশের ব্যবসা-আহরণে বড় ধরনের সঙ্কট চলছে। হাজার হাজার জেলে শত শত ট্রলার নিয়ে ঘাটে অপেক্ষা করছে।
×