ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রসায়ন প্রথম পত্র

প্রকাশিত: ০৪:২৩, ২৩ জুলাই ২০১৬

রসায়ন প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর) ২২. মৌলিক পদার্থ শনাক্তকরণের একটি উৎকৃষ্ট পদ্ধতি হলো- ক) ব্যান্ড বর্ণালি খ) রেখা বর্ণালি গ) আণবিক বর্ণালি ঘ) ফ্রনহপার বর্ণালি ২৩. অম্লের শক্তিমাত্রা নির্ভর করে- র. অম্লের সাম্যাংকের ওপর রর. অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যার ওপর ররর. ক্ষারকের বিয়োজন ধ্রুবকের ওপর নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) রররু ২৪. রাদারফোর্ডের পরমাণু মডেলটি কার সাথে তুলনা করা হয়? ক) সৌর জগতের সাথে খ) α কণার সাথে গ) উল্কার সাথে ঘ) চাঁদের সাথে ২৫. কোন দ্রবণের ঢ়ঐ এর মান ৭ অপেক্ষা বেশি হলে দ্রবণটি- ক) ক্ষারীয় খ) এসিডীয় গ) নিরপেক্ষ ঘ) কোনটিই নয় ২৬. সাসপেনসনে কঠিন পদার্থের ব্যাস কত এর বেশি? ক) ওসস খ) ওহস গ) ওμস ঘ) ওঢ়স. ২৭. সেমি-মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে ব্যবহৃত ড্রপারের এক ড্রাপে কী পরিমাণ পানি থাকে? ক) ০.ওসখ খ) ০.৫সখ গ) ০.২সখ ঘ) ০.০১সখ ২৮. কোনটি পেকটিন জাতীয়? ক) কলা খ) গম গ) ধান ঘ) সরিষা ২৯. ঢ়ঐ এর মান কত নিচে হলে মাটিতে শস্য উৎপন্ন হয় না? ক) ৩.০ খ) ৪.০ গ) ৫.০ ঘ) ৬.০ ৩০. বার্নারের মুখে অগ্নি সংযোগ কোন শিখা জ্বলে? ক) লাল খ) সবুজ গ) নীলাভ ঘ) বাদামি ৩১. রাসায়নিক দ্রব্য কোনটিতে আবদ্ধ রাখলে ভাল হয়? ক) কাচের পাত্র খ) প্লাস্টিক পাত্র গ) স্টিলের পাত্র ঘ) কাঠের পাত্র ৩২. পরমাণুর গঠন ব্যাখ্যায় কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে ব্যবহার করেন? ক) হাইজেনবার্গ খ) বোর গ) প্লাঙ্ক ঘ) আইনস্টাইন ৩৩. ঘ এর কয়টি অক্সাইড? ক) ৩টি খ) ৬টি গ) ৫টি ঘ) ২টি ৩৪. অম্ল­-ক্ষারক সাম্যাবস্থার ক্ষেত্রে- র. সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান রর. বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থগুলো দ্রবণে আয়নিত অবস্থায় থাকে ররর. বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থগুলো দ্রবণে আণবিক অবস্থায় থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) ররর ঘ) রর ৩৫. প্রোবায়োটিকস কী? ক) ঈষ্ট থেকে প্রাপ্ত এনজাইম খ) দুধে উৎপন্ন এক ধরনের এনজাইম গ) এসিডিক দ্রবণে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ব্যবস্থা ঘ) রাসায়নিক বিশ্লেষণে প্রাপ্ত অণুজীব ৩৬. টয়লেট ক্লিনারের মূল পরিষ্কারক- ক) সোডিয়াম অক্সাইড খ) পটাসিয়াম হাইড্রোঅক্সাইড গ) সোডিয়াম হাইড্রোক্সাইড ঘ) ফসফরাস ৩৭. α-কণার বিপরীত দিকে ফিরে আসা পরমাণুতে কোনটির উপস্থিতি নিশ্চিত করে? ক) ইলেকট্রন খ) নিউক্লিয়াস গ) প্রোটন ঘ) নিউট্রন ৩৮. কোনটিতে লবণ, চিনি, ভিনেগার খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহৃত হয়? ক) আম খ) কলায় গ) পোস্তদানায় ঘ) আচারে ৩৯. ঘি-এর বর্ণ কীরূপ? ক) হলুদ খ) হালকা হলুদ গ) সাদা ঘ) হালকা লাল ৪০. আংশিক পাতনে কোন যন্ত্রাংশ ব্যবহৃত হয় ক) লিবিগ শীতক খ) অংশ পাতন কলাম গ) বায়ু শীতক ঘ) অ্যলুডাল ৪১. কোন সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের ঢ়ঐ গণনা করা হয়? ক) অ্যাভোগেড্রো সমীকরণ খ) হেন্ডারসন সমীকরণ গ) ব্রনস্টেড লাউরি সমীকরণ ঘ) আরহেনিয়াস সমীকরণ ৪২. উৎস হতে প্রাপ্ত যৌগগুলো পেতে- র. বাষ্পপাতন করা হয় রর. জলীয় কণার উপস্থিতি তাপের মাধ্যমে দূর করা হয় ররর. পৃথকীকরণে ফানেল প্রয়োজন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৩. একটি হাইড্রোজেন আয়নের ভর কোনটির ভরের সমান? ক) ইলেকট্রন খ) প্রোটন গ) নিউট্রন ঘ) পজিট্রন ৪৪. কোন ধরনের ল্যাবরেটরিতে এপ্রন পরিধানের প্রয়োজনীয়তা অধিকতর? ক) অজৈব রসায়ন খ) জৈব রসায়ন গ) বিশ্লেষণীয় রসায়ন ঘ) ভৌত রসায়ন ৪৫. ল্যাবরেটরিতে গ্লাসের তৈরি যন্ত্রের সংযোগস্থল বায়ুরোধী করতে কী ব্যবহার করা হয়? ক) স্টপ কর্ক খ) কর্ক গ) ছিদ্র যুক্ত কর্ক ঘ) গ্রীজ ৪৬. ধাতুসমূহ প্রকৃতিতে বিদ্যমান- র. অক্সাইড ও সালফাইড হিসেবে রর. আকরিক হিসেবে ররর. মুদ্রা ধাতু হিসেবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৭. সারফ্যাকটেন্টের অপর নাম কী? ক) ইমালসিফায়ার খ) পৃষ্ঠতল সক্রিয়কারী পদার্থ গ) সারফেস এজেন্ট ঘ) ম্যালটেজ ৪৮. কোন পদার্থের পাত্রের মুখ খোরা রাখা যাবে না? ক) ঘধঈও খ) ঈ২ঐ৫ঙঐ গ) ঈঈও৪ ঘ) ঐ২ঙ উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মুন্না ডিজিটাল ব্যালেন্সে পাঠ নেয়ার সময় সরাসরি হাত দ্বারা পাত্র ধরে ওজন করল এবং কাচের চলমান গ্লাস আটকালো ফলে কাঙ্খিত ওজনের চেয়ে বেশি ওজন লক্ষ করল। ৪৯. বিজ্ঞানী জন ডাল্টন পেশায় কী ছিলেন? ক) স্কুল শিক্ষক খ) রাজনীতিবিদ গ) লেখক ঘ) প্রভাষক ৫০. মাছ ও চিপসের কনডিমেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ক) চিনি খ) স্টার্চ গ) ভিনেগার ঘ) চালতা সঠিক উত্তর: ১. (ক) ২. (খ) ৩. (ক) ৪. (খ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (ক) ৮. (খ) ৯. (ক) ১০. (ঘ) ১১. (ঘ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (গ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (গ) ২০. (ঘ) ২১. (ক) ২২. (খ) ২৩. (খ) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (ক) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (ঘ) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (খ) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (খ)
×