ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরাগাঁও

শীলা ও সুতিয়া এখন স্মৃতি

প্রকাশিত: ০৪:২২, ২৩ জুলাই ২০১৬

শীলা ও সুতিয়া  এখন স্মৃতি

অস্তিত্ব হারানোর উপক্রম হয়েছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ওপর দিয়ে প্রবাহিত শীলা ও সুতিয়া নদীর। অপরিকল্পিত ক্রসবাঁধ ও সøুইজগেট নির্মাণ, অবৈধভাবে নদীর পাড় দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর নির্মাণের ফলে শীলা ও সুতিয়া অস্তিত্ব সঙ্কটে পড়ে। বর্তমানে নদী দুটির ৫০ কিলোমিটার শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকরা আবাদ করছে। শীলা নদীর দৈর্ঘ্য ৭৩ দশমিক ২৫ ও সুতিয়া নদীর দৈর্ঘ্য ৩৮০ কিলোমিটার। গফরগাঁও উপজেলার দীঘা গ্রাম থেকে নিগুয়ারী ইউনিয়নে ত্রিমোহনী পর্যন্ত শিলা নদীর ওপর ১২টি সøুইজ গেট রয়েছে। সেচ কাজের জন্য ১৯৮৫ সালে তৎকালীন সরকার এ সøুইজ গেট নির্মাণের কাজ শুরু করে। এসব গেট কোন কাজে আসছে না। অথচ এসব গেটই নদী দুটির মৃত্যু কারণ হয়ে দাঁড়ায়। এক সময় সড়কপথে পরিবহন খরচ বেশি হওয়ায় এখানকার ব্যবসায়ীরা স্বল্প খরচে শীলা ও সুতিয়া নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করেছে। -শেখ আব্দুল আওয়াল গফরগাঁও থেকে
×